২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
ইসিকে বি চৌধুরীর চিঠি

নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর করুন

-

ভোটগ্রহণের তারিখসহ মনোনয়নপত্র জমা-যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহারে তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি পাঠিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বি চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল সিইসির কাছে লেখা চিঠিতে বি চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। ঘোষিত তফসিল অনুযায়ী স্বল্পসময়ে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, সাক্ষাৎকার গ্রহণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ কঠিন হবে।
চিঠিতে যুক্তফ্রন্ট চেয়ারম্যান আরো বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সৎ ও সুশীল প্রার্থীদের মনোনয়ন দেয়ার প্রয়োজনে আমরা মনে করি মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর করা হোক। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর করা হোক। একইভাবে ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার প্রস্তাব করছি।
চিঠিতে বি চৌধুরী নির্বাচনের প্রতিটি পদক্ষেপ জনস্বার্থে নেয়ার জন্য সিইসিকে অনুরোধ করেছেন। গতকাল বিকেল সাড়ে ৩টায় সিইসির কাছে বি চৌধুরীর চিঠি নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, তার সাথে ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক ও বিকল্পধারার প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেসবাহ উদ্দিন জুন্নু।


আরো সংবাদ



premium cement