২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

যশোর ও বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

-

যশোর ও বান্দরবানে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতদের একজন ডাকাত ও অপর জন মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
যশোর অফিস জানায়, যশোর শহরতলীর শংকরপুর বাবলাতলা হ্যাচারি এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ শহিদুল ইসলাম তপন (৪৫) ওরফে ট্যারা তপন নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশের দাবি, দুই দল মাদক কারবারি মধ্যে বন্দুকযুদ্ধে ওই মাদক কারবারি নিহত হয়েছে। নিহত তপন পাশের রায়পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, গত শুক্রবার রাতের এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, তপনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বান্দরবান সংবাদদাতা জানান, পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড বান্দরবানের বাইশারীর মো: আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার বলী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থুইলাঅং পাড়ার কাছে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশের পাশ থেকে দু’টি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি ও মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধে আহত হয়েছে দুই পুলিশ সদস্য। তারা হলেন কনস্টেবল জ্যোর্তিময় চাকমা ও মো: সুলতান। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান নিহত আনোয়ার বলী বাইশারীর ডাকাত সর্দার আনাইয়্যা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল। শনিবার ভোরে পুলিশের একটি টহল দলের ওপর ডাকাত বাহিনী গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। সেখানে গুলিতে ডাকাত আনোয়ার বলী নিহত হন। সকালে লোকজন ডাকাত আনোয়ার বলীর লাশ শনাক্ত করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। বাইশারী, রামু, ঈদগড় এলাকার ত্রাস ছিল এই ডাকাত আনোয়ার বলী। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলমগীর শেখ জানান লাশের পাশে পড়ে থাকা একটি দেশীয় পিস্তল একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। বাইশারীর ইউপি চেয়ারম্যান মো: আলম জানান এলাকার আতঙ্ক ছিল ডাকাত আনোয়ার বলী। সে ডাকাত বাহিনী আনোয়ার গ্রুপের প্রকাশ আনাইয়্যা বাহিনীর অন্যতম সর্দার ছিল। কক্সবাজারের চকরিয়ার ঈদগড়, রামু ও নাইক্ষ্যংছড়ির বাইশারীর এলাকার ত্রাস ছিল এই আনোয়ার বলী। অপহরণ করে নির্যাতন মুক্তিপণ আদায় হত্যা গুমসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল আনোয়ার বলী। সে নিহত হওয়ার খবরে এলাকায় লোকজনদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে জানান এই জনপ্রতিনিধি। এ দিকে ডাকাত আনোয়ার বলী নিহত হলেও ডাকাত সর্দার আনাইয়্যার এখনো কোনো খোঁজ নেই। স্থানীয়রা জানান, গত এক সাপ্তাহ আগে কক্সবাজারের র্যাব-৭-এর সদস্যরা অভিযান চালিয়ে ডাকাত সর্দার আনাইয়্যাসহ তিনজনকে আটক করে। কিন্তু কোনো পক্ষ থেকে এ বিষয়ে স্বীকার করা হয়নি।


আরো সংবাদ



premium cement
বনশ্রীতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার সৌদি আরবে আরব ও ইইউ কূটনীতিকদের গাজা নিয়ে আলোচনা ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

সকল