১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে আজ

-

সারা দেশে মওসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বর্ষণের আশঙ্কা দেখা দিয়েছে। বর্ষণ হলে চট্টগ্রাম বিভাগের পাহাড়িয়া অঞ্চলে ভূমিধসের সৃষ্টি হতে পারে। একই সাথে কয়েকটি এলাকার নদী উপচে বন্যাও সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১১ স্থানে নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি সর্বোচ্চ ২২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, প্রবল মওসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার থেকে ৮৯ মিলিমিটারের অধিক অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক এডমিনিস্ট্রেশনের (নোয়া) রিয়েল টাইম ভূমিধসের পূর্বাভাসে দেয়া হয়। নোয়ার তথ্য অনুসারে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেণার পাহাড়িয়া এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণে ভূমিধসের সৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় এসব এলাকার বিশেষ বিশেষ স্থানে ২০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
স্যাটেলাইটের চিত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, মওসুমি বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে দ্রুত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বহন করে পাহাড়িয়া এলাকায় বাধাপ্রাপ্ত হয়ে ওপরের দিকে উঠে ঘন মেঘ তৈরি করছে। এই ঘন মেঘ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। কক্সবাজারের পাহাড়ে বসবাসকৃত রোহিঙ্গারা ভারী বর্ষণে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। কারণ ইতোমধ্যে রোহিঙ্গাদের বসবাসকৃত পাহাড়ের ধস দেখা দিয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি অববাহিকার নদী সাঙ্গু ও মাতামুহরির পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা হতে পারে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানিও বৃদ্ধি পেতে থাকবে।

কানাইঘাটে সুরমা, আমলশীদে কুশিয়ারা, সারিঘাটে সারিগোয়ান নদীর পানি গতকাল বুধবার যথাক্রমে ৫৪৪, ৪৬৩ ও ৫৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজারে মনু, বাল্লা ও হবিগঞ্জে খোয়াই, কমলঘঞ্জে ঢালাই, পরশুরামে মুহরী নদী, নারায়ণহাট ও পাঁচপুকরিয়ায় হালদা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশের ৫৩ স্থানের নদীর পানি বৃদ্ধি পেয়েছে।


আরো সংবাদ



premium cement
আরো ৩ জাহাজে হামলা হাউছিদের জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু টঙ্গীতে ৩ তলার ছাদ থেকে পড়ে বিএনপি নেতার ছেলের মৃত্যু মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত জামিন পেলেন কেজরিওয়াল, তবে ভোটগণনার দিন থাকতে হবে জেলেই পরকীয়া প্রেমিক যুগলের গলায় জুতার মালা : চেয়ারম্যান বরখাস্ত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

সকল