০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


নড়াইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ১২ রাউন্ড গুলি বর্ষণ
নিহত কটাই শেখের মায়ের আহাজারি - ছবি : নয়া দিগন্ত

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের বিলাফর-মূলখানা ও চরকান্দিপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আজিজুর রহমান কটাই শেখ (৪৫) নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত আজিজুর কলাবাড়িয়ার চরকান্দিপাড়ার ওলিয়ার শেখের ছেলে।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। হতাহতের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের কর্মী ও সমর্থক।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের মেম্বার ও বিলাফর-মূলখানা গ্রামের মাতব্বর আব্দুল কাইয়ূম সিকদার এবং চরকান্দিপাড়ার মাতব্বর আবেদ শেখ পক্ষের লোকজনের মধ্যে সোমবার সন্ধ্যায় সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আবেদ শেখের আপন ভাই আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আবেদ পক্ষের মাসুদ শেখ জানান, এলাকার দ্বন্দ্ব মেটানোর কথা বলে সোমবার সন্ধ্যায় কাইয়ুম সিকদার মোবাইল ফোনে ডেকে নিয়ে আবেদ শেখের ওপর পরিকল্পিত ভাবে হামলা করে। আবেদকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়। এ খবর পেয়ে আবেদ শেখের লোকজন তাকে উদ্ধার করতে গেলে আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। হামলায় আহত আবেদ শেখের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন তিনি।

এদিকে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে কাইয়ূম সিকদারের অবস্থাও গুরুতর।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরো সংবাদ



premium cement
গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার এডিবি প্রেসিডেন্টের সাথে অর্থমন্ত্রীর বৈঠক সিরাজদিখানে শিশু অপহরণ, থানায় অভিযোগ প্রিমিয়াম আবায়া হিজাবের জন্য মহিলাদের পছন্দের শীর্ষে মডেস্ট কালেকশনের প্রোডাক্ট সামিট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল শিবপুরে হিট স্ট্রোকে কৃষিশ্রমিকের মৃত্যু সিলেট আদালত চত্বরে পুলিশ ও আইনজীবীর হাতাহাতি সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু তাপপ্রবাহকে ‘দুর্যোগ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

সকল