৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফুটবলার

-

মাঠেই মৃত্যু হলো এক ফুটবলারের। খেলার মাঝেই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আফ্রিকার দেশ গ্যাবনের প্রথম বিভাগ লীগের খেলোয়াড় হার্মান টিসিঙ্গা। লিবলেভিলে একটি ম্যাচে খেলার সময় ঘটনাটি ঘটেছে বলে সোমবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

শনিবার মিসিলি এফসি’র বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটের মাথায় আকান্ডা এফসির এই স্ট্রাইকার ঢলে পড়েন। মুহূর্তেই হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার পথেই মারা যান ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার।

ঘটনার পর একজন সৌখিন ক্যামেরাম্যান তার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় মধ্য মাঠে টিসিঙ্গা ঢলে পড়ার পর সবাইকে অপ্রস্তুতভাবে ছুটাছুটি করতে। এদিকে খেলোয়াড় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, সেখানে কোন এম্বুলেন্স ও অক্সিজেন ছিল না। যা দিয়ে খেলোয়াড়দের জীবন বাঁচানো যায়। ইউনিয়নের ভাষ্যমতে গত ১২ বছরে গ্যাবনে এভাবে মুত্যুবরণ ঘটেছে ৭ খেলোয়াড়ের।

আরো পড়ুন: ওয়াটসন ঝড়ে কোয়েটার জয়

পাকিস্তান সুপার লিগে সোমবার দিনের প্রথম ম্যাচে পেশোয়ার জালমিকে ৮ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। বড় টার্গেট তাড়া করতে নেমে কোয়েটাকে এই জয় এনে দিয়েছেন অস্ট্রেলীয় ওপেনার শেন ওয়াটসন।

এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৫ রান তোলে ড্যারেন স্যামির পেশোয়ার। ওপেনার কামরান আকমল প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন এবারের আসরের। প্রথম ম্যাচে ৪৯ রান করার পর যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন পাকিস্তান জাতীয় দলের সাবেক এই ওপেনার। ৫০ বলে ৭২ রান করে ৭ টি চার ও ৪টি ছক্কায়। এছাড়া কাইরন পোলার্ড অপরাজিত ৪৪ রান করেন ২১ বলে। পোলার্ডের ঝড়ো ইনিংসের কারণেই মূলত পেশোয়ারের রান দেড়শ ছাড়িয়েছে। তবে এই রানও যথেষ্ট হয়নি ওয়াটস ও আহমেদ শেহজাদের ব্যাটিংয়ের কারণে।

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় কোয়েটা। তিন নম্বরে নামা আহমেদ শেহজাদ জুটি বাধেন ওয়াটসনের সাথে। উভয় প্রান্তে বন্যা বইয়ে দিতে থাকেন দুজন। এই জুটিতে রান আসে ১৩১। ৪৫ বলে ৫০ রান করে শেহজাদ আউট হয়ে গেলেও ওয়াটসন ম্যাচ শেষ করেই ফিরেছেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৫ বলে ৯১ রান করে। ১৪ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নিয়েছে কোয়েটা।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সরফরাজ আহমেদের দল। অন্য দিকে জালমি রয়েছে তালিকার দুইয়ে। আজকের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় মুখোমুখী হবে করাচি কিংস ও মুলতান সুলতান্স।


আরো সংবাদ



premium cement