২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা দুঃখজনক পররাষ্ট্র মন্ত্রণালয়

-

রাজধানীর মোহাম্মদপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলাকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, সব কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
হামলার ১২ দিন পর গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার মোহাম্মদপুরে রাষ্ট্রদূত বার্নিকাটকে বহনকারী দাফতরিক গাড়িটি দুঃখজনক ঘটনার সম্মুখীন হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে রাষ্ট্রদূত ও অন্যান্যের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। পুলিশের এ ভূমিকার প্রশংসা করেছে মার্কিন দূতাবাস।
এতে বলা হয়, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এ ঘটনা সক্রিয়ভাবে তদন্ত করছে। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
গত ৪ আগস্ট রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় অন্যান্য অতিথির সাথে বার্নিকাটও নৈশভোজে যোগ দেন। পরে রাত ১১ নাগাদ ওই বাড়ি থেকে বের হওয়ার পরপরই একদল সশস্র তরুণ বার্নিকাটের গাড়ির পিছু নেয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ছিল। তরুণেরা রাষ্ট্রদূতকে বহনকারী গাড়িবহরে ইট-পাটকেল ছুড়ে। এরপর তারা বদিউল আলম মজুমদারের বাড়িতেও হামলা চালায়। হামলায় সুজন সম্পাদকের বাড়ির কাঁচ ভেঙে যায়। এ সময় দুর্বৃত্তরা বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। ঘটনার ব্যাপারে সুজন সম্পাদক সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন।


আরো সংবাদ



premium cement