০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


বিজয় মাসের প্রথম প্রভাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ শ্রোতারা

-

‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নান্দনিক ও বৈচিত্র্যময় পরিবেশনায় মুগ্ধ হলো উপস্থিত দর্শক-শ্রোতারা। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে বিশেষ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’। বিজয়ের মাসের প্রথম প্রহরে ব্যতিক্রমী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানজারুল ইসলাম চৌধুরী সুইট। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে দলীয় সঙ্গীত ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সমস্বর, ভিন্নধারা। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন ও নৃত্যাক্ষ, দলীয় আবৃত্তি পরিবেশন করবে ঢাকা স্বরকল্পন। এ ছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন আরিফুর রহমান, আবিদা রহমান সেত ও মোহনা দাশ। একক আবৃত্তি করেন নায়লা তারান্নুম চৌধুরী কাকলি এবং মাহফুজা আক্তার মীরা। ছিল কবিকণ্ঠে বিজয়ের ছড়া ও কবিতা পাঠ।


আরো সংবাদ



premium cement