২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আব্বুর সাথে ছোটবেলায় রিকশায় যাওয়াটা মিস করি : কণা

-

ছোটবেলা থেকেই আব্বুর সাথে সম্পর্কটা আমাদের দূরত্বের নয়, বন্ধুত্বের। ছোটবেলা থেকেই আব্বুর সাথে সবকিছু শেয়ার করতাম। মগবাজার গার্লস স্কুলে পড়ার সময় আমি আর বড় বোন একই রিকশায় আব্বুর সাথে যেতাম। আমি আব্বুর কোলে বসতাম, আর আপু পাশে। আমি আরেকটু বড় হওয়ার পর উপরে বসতাম। একসময় একসাথে আর স্কুলে যাওয়া হয়ে উঠত না। এই বড় বেলায় এসে ছোটবেলার সেই আব্বু, আমি আর আপুর একই রিকশায় করে স্কুলে যাওয়ার দিনগুলো খুব মিস করি। আমার কণা নামটি আমার খালুর রাখা। স্বাভাবিকভাবেই একজন সন্তান বিশেষত মেয়েরা তার মায়ের অনেক গুণাবলিই পেয়ে থাকে। কিন্তু আমি বাবার সততা এবং ক্ষমা করে দেয়ার বিষয়টি বিশেষভাবে পেয়েছি। আমি পেশায়, কাজে যথেষ্ট সৎ থাকার চেষ্টা করি এবং আমি বাবার মতোই ক্ষমাশীল। জীবন নিয়ে আমার খুব বেশি উচ্চাকাক্সক্ষা নেই। এখন যা আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আমার আম্মু আমার সাথে দেশের বাইরে অনেক দেশে ঘুরেছেন। কিন্তু আব্বু বিমানে উঠতে চান না বিধায় তাকে নিয়ে আমার কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি। তাই আমার খুব ইচ্ছে, একদিন জোর করে হলেও আব্বুকে বিমানে উঠাব, দেশের বাইরে ঘুরতে নিয়ে যাবো। আব্বুর সাথে কখনো কোথাও গেলে বিশেষত মার্কেটে আব্বু পেছনে হাঁটেন। আমাকে নিয়ে কে কী বলেন, সেটা আব্বু শুনতে চেষ্টা করেন। আবার কোনো স্টেজ শোতে গেলে আব্বু আমাকে ম্যাসেজ পাঠানÑ দর্শক এখন নাচের গান চাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement