২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`

মুহিনের সুর-সঙ্গীতে গাইলেন কুমার বিশ্বজিৎ

-

একটি রিয়েলিটি শোয়ের মধ্য দিয়ে আজ থেকে এক যুগ আগে কুমার বিশ্বজিৎ-এর হাত ধরেই সঙ্গীতাঙ্গনে মুহিন খানের যাত্রা শুরু হয়। এর পর থেকে কুমার বিশ্বজিৎ-এর সাথে বেশ কয়েকবার একই স্টেজ শোতে মুহিন গান গাওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু কুমার বিশ্বজিৎয়ের সুর-সঙ্গীতে মুহিনের কোনো গান গাওয়ার সৌভাগ্য হয়নি। আবার মুহিনেরও সৌভাগ্য হয়নি তার সুর-সঙ্গীতে কুমার বিশ্বজিৎকে দিয়ে কোনো গান গাওয়ানোর। দীর্ঘ সময় পরে হলেও অবশেষে মুুহিনের স্বপ্ন পূরণ হলো। জামাল হোসেনের কথায় মুহিনের সুর-সঙ্গীতে এবারই প্রথম কোনো গান গাইলেন কুমার বিশ্বজিৎ। জামাল হোসেনের লেখা ‘লালন যদি বলতো আমায় কেমনে লেখে গান’ গানটিতে মুহিনের সুর-সঙ্গীতে কুমার বিশ্বজিৎ গত ১৫ নভেম্বর কণ্ঠ দিয়েছেন। রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিৎ-এর বাসায় তার নিজের স্টুডিওতেই তিনি কণ্ঠ দেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘মুহিন বা তার সময়ে যারা সঙ্গীতাঙ্গনে এসেছেন তারা সবাইতো আসলে আমাদের সন্তানেরই মতো। সন্তান যখন বাবাকে দিয়ে কোনো কাজ আদায় করে নেয় তখন সেটা যে কত আনন্দের তা বলে বুঝানোর মতো নয়। সেই আনন্দ বা ভালো লাগা শুধু সেই বাবা আর সন্তানই বুঝতে পারে। মুহিনের সুর-সঙ্গীতে গান করতে গিয়ে আমার তেমনই আনন্দ হয়েছে।


আরো সংবাদ



premium cement