০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মেহরীনের ‘বন্ধুতা’

-

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মধ্যে সম্পর্কটা কেমন ছিল, এই প্রশ্ন সঙ্গীতশিল্পী মেহরীনের। নিজেই প্রশ্ন করে নিজেই সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন গুণী এই সঙ্গীতশিল্পী। তার সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের দশটি গানে। রবীন্দ্রনাথ ও নজরুলের পাঁচটি করে গান গেয়েছেন মেহরীন। যে গানগুলোর মধ্যে শ্রোতারা রবীন্দ্রনাথ ও নজরুলের মধ্যকার প্রীতি খোঁজে পাবেন। তাদের দুইজনের সেই প্রীতিকে উপস্থাপন করতেই মেহরীন শিগগিরই নিয়ে আসছেন ভিন্নধর্মী অ্যালবাম ‘বন্ধুতা’। মেহরীনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গো গার্ল’-এ প্রকাশিত হবে গানগুলো। এ দিকে আজ মেহরীনের জন্মদিন। জন্মদিনে বিগত বেশ কয়েক বছর ধরে ‘সন্ধানী’র সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে আইক্যাম্প করে আসছেন। প্রথম তিনি তিন-চার বছর আগে তার গ্রামের বাড়ি নরসিংদীতে প্রথম ‘আই ক্যাম্প’ করেন তারই জন্মদিনে। কয়েক বছর বিরতির পর ‘আই ক্যাম্প’র মধ্য দিয়ে আজ আবারো সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন মেহরীন। আজ মেহরীন তার জন্মদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুষ্টিয়ায় ব্যারিস্টার আমিরের ‘ওল্ড হোম’-এর ‘আই ক্যাম্প’-এ সাধারণ মানুষের সাথে চোখের সমস্যা নিয়ে কথা বলবেন। সাথে থাকবেন ডাক্তারও। রেজিস্ট্র্রেশনের মাধ্যমে আই ক্যাম্পে আগত সাধারণ মানুষদের চক্ষুসেবা দেয়া হবে। তবে মেহরীন জানান, তাদের লক্ষ্য হচ্ছে বয়স্ক মানুষদের মধ্যে যাদের চোখে ছানি পড়েছে তাদের খুঁজে বের করে পরে অর্থ সংগ্রহ করে তাদের চিকিৎসা প্রদান করা। জন্মদিনে এমন আয়োজনের সাথে থাকা প্রসঙ্গে মেহরীন বলেন, ‘আমার বাবা-মা দু’জনই সব সময় মানুষের সেবা করে আসতেন। তাই আমার মধ্যেও বিষয়টি নিজে থেকেই চলে আসে। সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানোর বিষয়টি আমার কাছে অনেক বড় কিছু বলে মনে হয় না। জন্মদিনে বেকার বসে না থেকে, ফেসবুকে সময় নষ্ট না করে মানুষের পাশে থাকতে পারছি এটিই অনেক বড় কথা। তা ছাড়া ওল্ড হোমের খালারা নিজের হাতে মাটির চুলায় রান্না করে আমাকে খাইয়ে দেন, এটি আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক শান্তিরও বটে।’ মেহরীনের উল্লেখযোগ্য গানের অ্যালবামগুলো হচ্ছে ‘আনাড়ি’, ‘দেখা হবে’, ‘ মনে পড়ে তোমায়’, ‘ডোন্ট ফরগেট মি’, ‘সেভেন’ ইত্যাদি।

 


আরো সংবাদ



premium cement