২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমলূক শাস্তি দাবি ইউট্যাব ও সাদা দলের

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এবং ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকেরা। শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইউট্যাব 

ইউট্যাবের ৬২৫ জন শিক্ষকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়-রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। খোদ রাজধানী ঢাকাতে ঢাবির একজন ছাত্রীকে ধর্ষণের ঘটনা অসভ্য এবং বর্বর যুগের সাথেই তুলনীয়। আমরা শিক্ষক সমাজের পক্ষে এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। আসলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় প্রকাশ্যে ঢাবির ছাত্রীকে ধর্ষণ করার দুঃসাহস দেখিয়েছে নরপিশাচরা। ধর্ষকদের কোনো পরিচয় থাকতে পারে না। তারা অমানুষ এবং পশুর সাথে তুলনীয়। বর্তমানে দেশে নারীর নিরাপত্তাহীনতা কোন পর্যায়ে আছে ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার প্রমাণ। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ক্ষমতাসীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী মূলত বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনেই ব্যস্ত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তাদের ভ্রুক্ষেপ নেই। নিকট অতীতে কুমিল্লায় তনু হত্যা, ফেনীতে নুসরাত হত্যাসহ অসংখ্য নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে বর্তমান সরকারের আমলে। এ সকল ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার হয়নি বলেই ধর্ষণের মতো নানা অপকর্ম আজো হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ধর্ষকদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

ইউট্যাবের বিবৃতি দাতা শিক্ষকদের অন্যতম হলেন-সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন খান, ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ইসরাফিল প্রামাণিক রতন, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, অধ্যাপক খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), অধ্যাপক তোজাম্মেল (ইবি) প্রমুখ।

ঢাবি সাদা দল 

এদিকে ছাত্রী ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ঢাবি সাদা দলের এক বিবৃতিতে বলা হয়- বর্তমান সরকারের আমলে অসংখ্য নারী নির্যাতন ও ধর্ষণ সংঘটিত হচ্ছে। কিন্তু এ সকল ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার হয়নি বলেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার ঢাবির ছাত্রী। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায় সাদা দল। বিবৃতিদাতাদের অন্যতম হলেন-সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, ড. সদরুল আমিন, ড. মো. সিরাজুল ইসলাম, ড. মোঃ আখতার হোসেন খান, ড. মোহাম্মদ ছিদ্দিকুরর হমান খান, ড. মো. আবুল কালাম সরকার, এমএ কাউসার, ড. মো. শহীদুল ইসলাম, মো. আল আমিন, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড. মো: আবদুর রশীদ, ড. মোঃ হাসান উজ্জামান চৌধুরী, মো. আতাউর রহমান বিশ্বাস, ইসরাফিল প্রামাণিক রতন, ড. লায়লা নূর ইসলাম, ড. বোরহান উদ্দীন খান, অধ্যাপক তাহমিনা আখতার টফি, ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মোঃ মুজাহিদুল ইসলাম, অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম, ড. মোঃ আবদুর রব, ড. মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’

সকল