০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


কাশ ফুলে হাসবে স্বদেশ

-


মনে পড়ে, চাঁদোয়ায় কাশফুল ভালোবাসতো যমুনার ঠোঁট।
উঠোনে উঠোনে বসতো জারির আসর।
ঢোল ও খন্জরের বন্দনায় মাতাল বাণিজ্যে ঢঙে ঢঙে
নেচে ওঠতো বয়াতির একহাতি চুল!
বহুকাল পর ধানভানার শব্দ শুনতে
তুফান আবেগে ফিরে আসি গাঁয়।
একি ঢেঁকিরা এখানে নেই! গাঁয়ের
মাটিবায়ু সইতে পারে না জেনে সদাশয় কর্তৃপ
তাদের জন্যে বরাদ্দ দিয়েছেন পাঁচতারা হোটেলের
শীতাতপ নিয়ন্ত্রিত মিউজিয়ামÑ
আর, ও ধান ভানিরে গাইতে গাইতে উদ্দাম নৃত্যে
মেতে ওঠে শহরের মধ্যরাত্রি কাব...
গ্রামগুলোও এখন বদলিয়েছে আভিজাত্য।
ডিশলাইনের কালচারে উপেতি বয়াতির আড্ডা
জমায় বাজারের চায়ের দোকানে।
রাজনীতির হাতিঘোড়া মেরে মেরে কাটায় সময়।
হায় হরিদাস, এ তুই আমাকে কোথায় নিয়ে এলি
যেখানে শরৎ আটকে আছে ফেসবুক আর পরকীয়ায়
তবু আমি হতোদ্যম নই। তোমাকে দেখার জন্যে
জেগে আছি কখন আজান হবে...
কাশফুলে হাসবে স্বদেশ।


আরো সংবাদ



premium cement