২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে নৌকার চেয়ে বিদ্রোহীরাই বেশি জয়ী

ফরিদপুর
ফরিদপুরে নৌকার চেয়ে বিদ্রোহীরাই বেশি জয়ী - নয়া দিগন্ত

ফরিদপুরে অনুষ্ঠিত আটটি উপজেলা পরিষদের জনপ্রতিনিধি নির্বাচনে পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী ও তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আল হাবিব, ভাইস চেয়ারম্যান পদে জাকির হোসেন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পারুলী বেগম নির্বাচিত হয়েছেন।

সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজি শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মো: মিজানুর রহমান শিকদার ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জিনিয়া নাজনিন কল্পনা নির্বাচিত হয়েছেন।

চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন মুশা, ভাইস চেয়ারম্যান পদে মোতালেব মোল্যা ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফরিদা বেগম নির্বাচিত হয়েছেন।

মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ভাইস চেয়ারম্যান পদে মুরাদুজ্জামান মুরাদ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোরশেদা আক্তার মিনা নির্বাচিত হয়েছেন।

বোয়ালমারী উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মোশাররফ হোসেন মুশা মিয়া, ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ রাসেল মিয়া ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রেখা পারভিন নির্বাচিত হয়েছেন।

আলফাডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী একেএম জাহিদুল হাসান জাহিদ, ভাইস চেয়ারম্যান পদে শেখ দেলোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে লায়লা পারভিন নির্বাচিত হয়েছেন।

সালথা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ওদুদ কাজী, ভাইস চেয়ারম্যান পদে আসাদ মাতুব্বর ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রুপা বেগম নির্বাচিত হয়েছেন।

নগরকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনিরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান পদে চুন্নু শেখ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কামরুন্নাহার রিটা নির্বাচিত হয়েছেন।

এছাড়া জেলার সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এখানে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আব্দুর রাজ্জাক মোল্যা, ভাইস চেয়ারম্যান পদে সরোয়ার হোসেন সেন্টু ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফরিদা বেগম একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

আরো পড়ুন :
সিলেটে ৭টি আ’লীগ, ৫টিতে বিদ্রোহীরা জয়ী
সিলেট ব্যুরো
সিলেটের ১২ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। নির্বাচনে ৭ উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও ৫ উপজেলায় বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাত নয়টা নাগাদ বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদ। বিশ্বনাথ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এস এম নুনু মিয়া। বালাগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোস্তাকুর রহমান মফুর ও দক্ষিণ সুরমা উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবু জাহিদ। জকিগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগের আব্দুল মোমিন চৌধুরী ও গোলাপগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী।

এছাড়া, জৈন্তাপুর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব।


আরো সংবাদ



premium cement