০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ছাত্রলীগ নেতাকে রগ কেটে হত্যা

নিহত ছাত্রলীগ নেতা সোহেল মিয়া - সংগৃহীত

এক ছাত্রলীগ নেতাকে রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রলীগ নেতার নাম সোহেল মিয়া (২৭)। বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ছাত্রলীগ নেতা সোহেল মিয়া ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি টাওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে একদল দুর্বৃত্ত ছাত্রলীগ নেতা সোহেলকে তুলে নিয়ে দুই পায়ের রগ কেটে দেয় এবং পিটিয়ে আহত করে। পরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত সোহেল মিয়ার বাবা নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্থানীয় বিএনপির কর্মীরা আমার ছেলেকে রগ কেটে ও পিটিয়ে হত্যা করেছে।

রূপগঞ্জ থানা পুলিশের ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন : প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
টঙ্গী সংবাদদাতা, (০২ মার্চ ২০১৯)

শুক্রবার রাতে টঙ্গী বাজার মাতবর বাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ দলের প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম প্রিন্স মাহমুদ নাহিদ (২৫)। পিতার নাম জহুরুল ইসলাম।

নাহিদের বাড়ি টঙ্গীর বনমালা রেললাইনের পশ্চিম পাশে। নাহিদ স্থানীয় সিরাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল। ছাত্র রাজনীতির পাশাপাশি নাহিদ উত্তরার আবদুল্লাহপুরে ‘বরিশাল স’ মিল’ এবং টঙ্গীর হোসেন মার্কেটের ‘তামান্না স’ মিল’ এর ব্যবসা পরিচালনা করতো।


নাহিদের বন্ধুরা জানান, শুক্রবার সন্ধ্যায় নাহিদ তার বন্ধু মুন্নাকে সাথে নিয়ে নামাজ পড়ে যাবার পথে টঙ্গী বাজার এলাকায় একই রাজনৈতিক দলের প্রতিপক্ষ গ্রুপের ১০/১২ জন ব্যক্তি দা-ছুরি নিয়ে অতর্কিতে নাহিদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ছোরার কয়েকটি আঘাত নাহিদের বুকে বিদ্ধ হয়। এ সময় নাহিদ হত্যাকারীদের হাত থেকে বাঁচার জন্য পথচারীদের সাহায্য চাইলে ভয়ে কেউ এগিয়ে আসেনি। বরং দৌড়াদৌড়ি করে লোকজন পালাতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপতালে নেয়া হলে ডাক্তাররা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে ওই হাসপাতালের ডাক্তাররা রাতে তাকে মৃত বলে ঘোষণা করেন। নাহিদের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার জানান, ক্রিকেট খেলার সময় তুচ্ছ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। কাদাযুক্ত ক্রিকেট পথচারীর শরীরে গিয়ে লাগলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ প্রথমে তর্কাতর্কি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের ছুরকাঘাতে নাহিত নিহত হয়।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল