২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ডাকাতির মালামালসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সেক্রেটারি শাহরিয়ার হাসান খান সাজু - সংগৃহীত

ডাকাতির মালামালসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সেক্রেটারি শাহরিয়ার হাসান খান সাজুকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাতে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের কার্যালয়ে বেঠক শেষে এ ঘোষনা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু তাহের হাছান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ জানান, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু দলের নাম ভাঙ্গিয়ে দলের বর্হিভুত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যা বাংলাদেশ ছাত্রলীগের সুনাম নষ্ট হচ্ছে।

তিনি জানান, ব সম্প্রতি কিছু নেতা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে অপকর্মে জড়িয়ে যাচ্ছে। সেজন্য শাহরিয়ার হাসান সাজুকে সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হলো। সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাথে তার কোন সম্পৃক্ততা নাই। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ছাত্রলীগের আশরাফুল ইসমাইল রাফেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু তাহের হাছান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাংগঠনিক সম্পাদক নবনুর সাবিক।

গত মঙ্গলবার রাতে সোনারগাঁও গোয়ালদী এলাকা থেকে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজুকে ডাকাতি হওয়া কাপড়সহ গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। এসময় তার তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়।

গত ৮ জানুয়ারি সোনারগাঁয়ের চৈতি কম্পোজিটের ১৬৬ বস্তা কাপড়সহ একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় চৈতি কম্পোজিটের ম্যানেজার বদরুজ্জামান বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে জানতে পারে কাপড় ভর্তি ট্রাক ডাকাতির সাথে ছাত্রলীগ সেক্রেটারি সাজু জড়িত। পরে অভিযান চালিয়ে মালামালসহ সাজুকে গ্রেফতার করে।

 

দেখুন:

আরো সংবাদ



premium cement
গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ৫২, গ্রেফতার ৪ জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ : ইসি আহসান হাবিব রাবিপ্রবিতে‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৯ শতাংশ রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায় নাগরপুরে তীব্র তাপদাহে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে উপজেলা নির্বাচন : নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের যে শর্তের কথা জানালেন রিজভী

সকল