২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড

-

টাঙ্গাইলে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক যবককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের সাবান আলী ওরফে ফজলুল হকের ছেলে কামরুল ইসলাম (২৪)। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছিমুল আক্তার নাছিম বলেন, ২০১৪ সালের ১৯ মে বিকেলে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবুল কালামের মেয়ে বিথী (৮) হাটতে হাটতে বাড়ির পাশের রাস্তায় গেলে বখাটে যুবক কামরুল ইসলাম তাকে লিচু দেয়ার কথা বলে আকরাচনা খেলার মাঠের পাশের এক জঙ্গলে নিয়ে যায়। সেখানে কামরুল ওই শিশুটিকে ধষর্ণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এদিকে বিথীর পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয় অন্য শিশুরা জানায় যে, বিথীকে নিয়ে কামরুলকে তারা ওই জঙ্গলের দিকে যেতে দেখেছে। পরে ওই রাতেই কামরুলকে আটক করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কামরুল সব স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে পরদিন ২০ মে সকালে ওই জঙ্গলের পাশের একটি ড্রেন থেকে বিথীর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই বিথীর পিতা আবুল কালাম বাদি হয়ে মামলা দায়ের করেন। বিথীকে ধর্ষণের পর হত্যার ঘটনা স্বীকার করে কামরুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এ মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক একমাত্র আসামী কামরুলের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।


আরো সংবাদ



premium cement
গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

সকল