৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুরে নিখোঁজের ৩ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

-

নিখোঁজের তিন ঘন্টা পর গাজীপুরের বারবৈকা শাহ আলম বাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাড়ে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম খাদিজা আক্তার। সে একই এলাকার হায়দার আলীর এক মাত্র মেয়ে। নিহত শিশুর গলায়আঘাতের চিহ্ন রয়েছে এবং নীচের ঠোট কেটে ফেলা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ীর লোকজন খাদিজাকে বাসায় রেখে চান্দনা চৌরাস্তা এলাকায় ডাক্তারের কাছে যায়। পরে বিকেল ৪ টার দিকে বাসায় ফিরে বাসার লোকজন তাকে খুজে পায়নি। পরে এক পর্যায়ে হায়দারে বড় ভাই হারুনের বাড়ির পূর্ব পাশে জঙ্গলে খাদিজাকে রক্তাক্ত অবস্থায় খুজে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তুহিন জানান, শিশুটি মৃত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে ও মাথা আঘাত করে দুই তিন ঘন্টা আগে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং নীচের ঠোট কেটে ফেলা হয়েছে । এরিপোর্ট লিখা পর্যন্ত মঙ্গলবার রাত ১০টায় লাশ নিহতের বাড়িতেই ছিল।

জয়দেবপুর থানার এস আই আব্দুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশের সুরত হাল রিপোর্ট করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে আলোচনায় ব্লিঙ্কেনের জর্ডান যাত্রা বৃষ্টি আইনে ভারতের কাছে বাংলাদেশের হার ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আদালতের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত নোয়াখালীতে নজিরবিহীন লোডশেডিং ‘আইসিজের গ্রেফতারি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল’ ‘আনারসের পাতা থেকে সিল্কের জামদানি শাড়ি আশার আলো জাগাবে’ গাজীপুরে তীব্র তাপপ্রবাহের কারণে বেঁকে গেছে রেললাইন, ঢালা হলো পানি সিলেটে বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার ফিলিস্তিনে আহত ও বাস্তুহারাদের জন্য আর্থিক সহায়তা ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল পাচার হওয়া ২০ নারী-শিশু

সকল