২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
কে কী----------কেন কিভাবে

সামুদ্রিক পদ্ম

-

 

আজ তোমরা জানবে সামুদ্রিক পদ্ম সম্পর্কে। এটি দেখতে অবিকল ফুলের মতোই মনে হয়। তবে এরা ফুল নয়, উদ্ভিদও নয়। এরা ইকাইনোডার্মাটা পর্বভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। লিখেছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ

জানো, প্রাণিবিদ্যায় ভালো জানাশোনা নেই এমন যে কেউ সামুদ্রিক পদ্মকে ফুল ভেবে ভুল করতে পারেন ? কারণ এটি দেখতে অবিকল ফুলের মতোই মনে হয়। তবে এরা ফুল নয়। উদ্ভিদও নয়। এরা ইকাইনোডার্মাটা পর্বভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। সমুদ্রে বাস এবং দেখতে অনেকটা পদ্মফুলের মতো হওয়ার কারণেই এদের সামুদ্রিক পদ্ম বলা হয়। ইংরেজিতে সি লিলি (ঝবধ ষরষু)।
সামুদ্রিক পদ্মের দেহের প্রধান অংশ ক্যালিক্স। এটা এদের বৃন্তের ওপর অবস্থান করে, যা দেখতে অনেকটা মুকুটের মতো মনে হয়। দেহের প্রধান অঙ্গগুলোও এখানে অবস্থান করে। ক্যালিক্স থেকে পালকসদৃশ পাঁচ থেকে ১০টি বাহু গঠিত হয়। তবে এ বাহুর সংখ্যা বিভিন্ন সামুদ্রিক পদ্মে বিভিন্ন হয়। যেমন উষ্ণ এলাকার প্রজাতির ক্ষেত্রে এ বাহুর সংখ্যা ২০০ পর্যন্ত হয়। প্রত্যেক বাহু আবার প্রচুরসংখ্যক কোমল পিনিউল দ্বারা সজ্জিত থাকে। এগুলো এরা খাদ্য সংগ্রহের জন্য ছড়িয়ে দেয়। এদের বাহু ও পিনিউলগুলো পানির প্রবহমান স্রোত থেকে খাবার সংগ্রহের ফাঁদ হিসেবে কাজ করে। তবে যখন এরা খাবার খায় না অথবা শত্রুর ভয়ে তটস্থ, তখন এদের বাহুগুলো ভাঁজ করে ফেলে। বাহুগুলোর ভিত্তিমূলে একটি কেন্দ্রীয় চাকতি থাকে। এ চাকতিতেই এদের মুখের অবস্থান।
প্রাণী হিসেবে সামুদ্রিক পদ্মের দেহ জীবন্ত কলা বা টিস্যুর সমন্বয়ে গঠিত হওয়ার কথা থাকলেও এদের দেহের প্রায় পুরো অংশই ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে গঠিত। যার ফলে এদের দেহ-কাঠামো অনেক দৃঢ় হয়। এর কারণে এরা দেহকে স্বাভাবিকভাবে বাঁকাতে পারে না।
বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞানীরা সামুদ্রিক পদ্ম সম্পর্কে যতটুকু জানতে পেরেছেন, তা এদের জীবাশ্ম থেকে। এখন পর্যন্ত সামুদ্রিক পদ্মের প্রায় ৮০টি প্রজাতির অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। তবে এদের স্বভাব বা গাঠনিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়নি। এর কারণ, এরা সমুদ্রের গভীর খাদে বসবাস করে। অনেক সময় এরা ১,২০০ থেকে ১,৩০০ মিটার গভীরতায় বসবাস করে। যেখানে কোনো আলো প্রবেশ করতে পারে না। সামুদ্রিক পদ্মের দেহের দৈর্ঘ্য সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার পর্যন্ত হয়।

 


আরো সংবাদ



premium cement