২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আ র বে র রূ প ক থা

সভাকবি বানর

-

(গতদিনের পর)

সে ভাবছেÑ আবার যদি মানুষ হওয়া যেত। আবার যদি লেখা যেত কবিতা।
হঠাৎ সে শুনতে পায় এক ‘রাজ ফরমান’। নগরীর রাস্তায় রাস্তায় কে যেন ঘোষণা করছেÑ ‘ভাইসব, মহামান্য বাদশা হারুন-অর রশিদ তার দরবারে একজন সভাকবি নিয়োগ দেবেন। তাই, রাজ্যের কবিদের কাছ থেকে তিনি কবিতা আহ্বান করেছেন। যার কবিতা, কবিতার ভাষা ও মর্মবাণী এবং শব্দশৈলী সবচেয়ে সুন্দর হবে, তাকেই বাদশা সভাকবি হিসেবে দরবারে নিয়োগ দেবেন।’
ঘোষণাটি শুনল বানর। শুনে বেশ পুলকিত হলো। তার তো ভাষাজ্ঞান ভালো। কবিতাও লিখতে জানে। বানর মনে মনে বলছেÑ দেখিই না একবার চেষ্টা করে। ভাগ্য সুপ্রসন্ন হলে...! কে জানে, কার ভাগ্যে কখন শিকে ছিঁড়ে যায়! বানরটি সিদ্ধান্ত নিলো, সে কবিতা লিখে পাঠাবে বাদশার দরবারে। কিন্তু কবিতা লিখতে খাতা-কলম লাগে। এসব পাবে কোথায় সে? কে দেবে তাকে খাতা-কলম? (চলবে)


আরো সংবাদ



premium cement