২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
আ র বে র রূ প ক থা

সভাকবি বানর

-

(গতদিনের পর)

ছিলেন তিনি কবি। এখন হয়ে গেলেন বানর! ভাগ্যের লিখন, কে খণ্ডাতে পারে! বনে গিয়ে বানরটি এদিক ওদিক তাকায়। এগাছ থেকে ওগাছে যায়। এটা ওটা কুড়িয়ে খায়। বানর ভুলেই গেছে কোন কালে সে মানুষ ছিল। কোন কালে সে কবিতা লিখত। সে আরো ভুলে গেছেÑ এক দৈত্যের জাদুর প্রভাবে তার এ বানর রূপ। কোনো কিছুই তার মনে নেই আর।
বানর হলেও গায়ে গতরে বেশ হৃষ্টপুষ্ট সে। অন্য বানরের চেয়ে বেশি শক্তিশালী। দৈত্যটির জাদুর আছর দুই-তিন বছর থাকবে তার ওপর। লোপ পাওয়া স্মৃতি ধীরে ধীরে ফিরতে থাকবে। দুই বছর পর থেকেই বুঝতে পারবে এককালে মানুষ ছিল সে। এক দৈত্যের কোপানলে পড়ে বানর হয়ে গেছে। স্মৃতি ফিরে আসতে থাকলে তার মানসিক কষ্টটাও বেড়ে যাবে। শুরু হবে তার জীবনে আরেক করুণ নাটক।
(চলবে)


আরো সংবাদ



premium cement