২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স র সী নেরো হ্রদ

-

আজ তোমরা জানবে নেরো হ্রদ সম্পর্কে । হ্রদটির আয়তন ও গভীরতা খুব বেশি নয়। তবে এটি রাশিয়ার বিশাল ভূ-বৈচিত্র্যে অতুলনীয় এক তিলক যেন। লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্
হ্রদের নাম নেরো। মধ্য রাশিয়ায় এর অবস্থান। রুশ ভৌগোলিক এলাকায় জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে বর্তমান হ্রদ-এলাকা বিশেষ স্থানের অধিকারী। ধারণা করা হয়, হ্রদটি গঠিত হয় প্রায় পাঁচ লাখ বছর আগে। আর এ এলাকায় জনবসতি গড়ে ওঠে প্রায় ছয় হাজার বছর আগে।
হ্রদটির আয়তন ও গভীরতা খুব বেশি নয়। তবে এটি রাশিয়ার বিশাল ভূ-বৈচিত্র্যে অতুলনীয় এক তিলক যেন।
হ্রদের দক্ষিণ উপকূলের র্সাস্কো গরোডিশকে ছিল মেরিয়া উপজাতির রাজধানী। এরাই হ্রদের নামকরণ করে নেরো (পলিময় বা জলাশয়) এবং কাওভো (শঙ্খচিলের বসতি)।
৯ শতকে পূর্ব স্লাভ জাতি হ্রদ-এলাকায় আসে। রোস্টভ শহরের সম্মানে এরা হ্রদটিকে অভিহিত করে রোস্টোভিয়ান নামে। হ্রদের পশ্চিম উপকূলে শহরটির অবস্থান। হ্রদের ধারের সুন্দর শহর। হ্রদ-উপকূলে কয়েকটি গ্রামও আছে।
১৮৮৩ সালে প্রথমবারের মতো এ হ্রদে বাষ্পীয় নৌকা চলে। এ বাষ্পীয় যানের নাম ছিল এমিল ইয়ান।
নেরো হ্রদের পানির উৎস মাজিখা, ভ্যারাসসহ আটটি নদী। আর ভেস্কা নদী এর পানি নির্গমনপথ।
হ্রদে রয়েছে দু’টি দ্বীপ। এর একটির নাম লেভ্স্কি যার অর্থ অরণ্য দ্বীপ। অপরটির নাম গরড্স্কোজÑ নগর দ্বীপ।
নেরো হ্রদের আয়তন প্রায় ৫৪৪ বর্গকিলোমিটার। দৈর্ঘ্য ১৩ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রশস্ততা প্রায় ৮ কিলোমিটার।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement