৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান

-

সতের.

দ্রুত কটেজে রওনা হলো ওরা। নাশতা শেষ করার আগে আর কোনো কথাই বলল না। সৈকতে কী ঘটেছে, সেটা শোনার জন্য অস্থির হয়ে আছে নেড, বারবার এর-ওর মুখের দিকে তাকাচ্ছে। অবশেষে রিড বলল, ‘কোনো কথাই কি তুমি পেটে রাখতে পারো না, নেড? মুখোশটা যে পেয়েছি, সেটা ওই লোকগুলোকে বলার কী দরকার ছিল?’
‘কই, মুখোশের কথা আবার কখন বললাম?’
‘মুখোশের কথা বলনি, কিন্তু কিছু একটা যে পেয়েছ সেটা তো বুঝিয়ে দিয়েছ।’
‘আগে বুঝলে বলত না,’ নেডের পক্ষ নিলো রেজা। ‘মুখোশের কথাটা যে আমরা গোপন রাখতে চাই, সেটা ও জানে না, আমাদের আলোচনা শোনেনি, ঘুমিয়ে পড়েছিল।’
‘আহ, বাঁচালে ভাই,’ নেড বলল। ‘নইলে ওদের ধমক শুনতে শুনতে মরতাম। আরেকটা ডিম নেবে?’
হেসে উঠল সবাই।
সুজা বলল, ‘দয়া করে তোমার মুখে একটু লাগাম দিয়ো, নেড। সব কথা যার-তার সামনে গড়গড় করে বলে দিলে অসুবিধে হয়।’
সবাই কথা বললেও চুপ করে রইল ডোনাল্ড। কফি শেষ করার আগে মুখ খুলল না। খালি কাপটা নামিয়ে রেখে বলল, ‘আমি কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি।’
‘ওই লোকগুলোর কাছ থেকে?’ জেরির প্রশ্ন।
‘হ্যাঁ,’ মাথা ঝাঁকাল ডোনাল্ড। ‘মোটেও সুবিধের লোক মনে হয়নি। জ্যামাইকানরা কখনো গুপ্তধন খুঁজতে এভাবে সৈকতে এসে হুমড়ি খেয়ে পড়ে না।’
‘আমারও ওদেরকে ভালো লোক মনে হয়নি,’ জিমি বলল।
(চলবে)


আরো সংবাদ



premium cement