০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


চী নে র উ প ক থা

চাঁদ কিভাবে সুন্দর হলো

-

চাঁদ কেন এত সুন্দর? কেন সে এমন মিষ্টি করে হাসে, এমন জোছনা ছড়ায়? তোমরা হয়তো সে কাহিনী কেউ জানো না। অনেক অনেক দিন আগের কথা। চাঁদটা তখন এমন সুন্দর ছিল না। বিদঘুটে এবড়োথেবড়ো ছিল তার মুখ, কড়কড়ে কঙ্কর বিছানো ছিল তার গা। আলো ছিল না তার গায়ে একটুও। ঘোলাটে অন্ধকারে ঢাকা ছিল পাথুরে শরীর তার। তখন চাঁদের দিকে তাকাত না কেউ। শিশুরাও ছড়া কাটত না চাঁদকে নিয়ে। কবিরা কবিতা লিখত না, শিল্পীরা গান গাইত না। চাঁদকে তখন পাত্তাই দিত না কেউ।
তাই চাঁদের মনটাও ছিল খারাপ, বড় দুঃখকাতুরে। আকাশে একা একা জেগে থাকত সে। পশ্চিম আকাশে উঠে, আবার পশ্চিম আকাশেই ডুবে যেত। মধ্য আকাশে অথবা পুব আকাশে উঠে ফের পশ্চিম আকাশেই ডুবে যেত। তার এই দীর্ঘ আকাশযাত্রায় কেউ তাকিয়েও দেখত না তাকে। কখন সে আকাশে ওঠে, কখন ডোবেÑ এ নিয়ে কারো কোনো মাথাব্যথা ছিল না। তাই অসুন্দর চাঁদের মুখ সারাক্ষণ ভার হয়ে থাকত।
(চলবে)


আরো সংবাদ



premium cement