২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বের নৃতাত্ত্বিক গোষ্ঠী

আলাক

-

আজ তোমরা জানবে আলাক সম্পর্কে। এটি একটি ক্ষুদ্র জাতি। আলাকরা অস্ট্রো-এশিয়াটিক জাতির অন্তর্ভুক্ত। লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্
আলাক একটি ক্ষুদ্র জাতির নাম। এদের বসবাস লাওসে। এরা প্রধানত বাস করে দেশটির দক্ষিণ এলাকায়Ñ সালাভান প্রদেশে।
আলাকরা অস্ট্রো-এশিয়াটিক জাতির অন্তর্ভুক্ত। এরা কথা বলে আলাক ভাষায়, যা অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবারের সদস্য।
আলাকদের ইতিহাস স্পষ্ট নয়। এ নৃতাত্ত্বিক গোষ্ঠীর উদ্ভব সম্পর্কেও তেমন তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয়, এদের উদ্ভব ভিয়েতনামের মধ্য উচ্চভূমিতে।
বর্তমানে এরা বিভিন্ন গ্রামে ইতস্তত ছড়িয়ে বাস করছে। আলাক জনসংখ্যা প্রায় ২৫ হাজার ।
ঐতিহ্যগতভাবে এরা গোলাকৃতির ঘর তৈরি করে। এ ঘর সাধারণত খুঁটির ওপরÑ মাটি থেকে এক মিটার উচ্চে নির্মাণ করা হয়। গ্রামে এদের যৌথ ঘরও থাকে। সবাই মিলে এটি তৈরি করে। কারো ঘর না থাকলে যৌথ ঘরে তার আশ্রয় মেলে। এ ঘরে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আলাকদের প্রধান খাদ্য ভাত। ভাতের সাথে এরা ছোট প্রাণীর মাংস, মাছ ও সবজি খায়। মাশরুম এদের অতিরিক্ত খাদ্য।
আলাকরা চাষাবাদ করে ‘চিরে ফেলা ও পুড়ে ফেলা’ পদ্ধতিতে।
তাঁতের কাপড় তৈরি করতে এরা বেশ পটু।
আলাক জনগোষ্ঠী সর্বপ্রাণবাদে বিশ্বাসী। এদের মতে পর্বত, বন ও অন্যান্য প্রাকৃতিক বস্তুতে প্রাণ রয়েছে।
আলাক গ্রামে একধরনের বৈদ্য দেখা যায়। এরা চিকিৎসা করে এবং ভবিষ্যৎ সমস্যার সমাধান বাতলে দেয়।
আলাকরা বনের সমাধিক্ষেত্রে মৃতদের কবর দেয়। তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement