২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

উ গা ন্ডা র রূ প ক থা অ ব ল ম্ব নে ছাগল রাজার কাহিনী রূপান্তর

-

(গত দিনের পর)
কিন্তু প্রজারা বিড়ালকেই তাদের রাজা মেনে নেয়। সবাই নতুন রাজার শস্যভাণ্ডারে খাদ্যশস্য ও পানীয় এনে জমা দিতে থাকে। বাদ সাধে শুধু ওই ছাগল রাজা ইগোধবি। সে তার প্রাসাদেই গোমরামুখে বসে রইল। বিড়ালকে সে রাজা মানে না। বিড়ালের শস্যভাণ্ডারে খাদ্যশস্য ও পানীয়ও জমা দেবে না সে।
ছাগলের এমন গোঁয়ার্তুমি দেখে বনের পশুপাখি সবাই ক্ষেপে যায়। তাই বিড়ালের রাজসভায় এসে একদিন সবাই হাজির হয়। এর একটা বিহিত করতে হবে। ছাগলের গোঁয়ার্তুমি মেনে নেয়া যায় না। বিড়ালের রাজসভায় উপস্থিত একটি গাভি হাম্বা হাম্বা স্বরে চিৎকার দিয়ে বলে, এর বিচার চাই। রাজার আদেশ অমান্য করায় ইগোধবির শাস্তি চাই। তার ফাঁসি চাই। গাভি বলে, ‘ইগোধবি যখন রাজা ছিল, আমরা তার কথামতো চলেছি। তার আদেশ-নিষেধ মেনেছি। তাহলে এখন কেন সে নতুন রাজার আদেশ মানবে না? আজীবন সে রাজা থাকতে চায়? এটা কি সম্ভব? এর বিচার চাই। ইগোধবিকে এই রাজভাণ্ডারে এসেই কর দিয়ে যেতে হবে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement