২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
স র সী

অ্যারিয়ানা

-

আজ তোমরা জানবে অ্যারিয়ানা হ্রদ সম্পর্কে। হ্রদের বি- (ই) গড়ন এর রহস্যময় রূপময়তার সৃষ্টি করেছে। এখানকার সেতু, গাছপালা, ছোট্ট দ্বীপ আর অন্যান্য স্থাপনা সৃষ্টি করেছে অনন্য আবহের, যেন এক মায়াবী কন্যা। লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্
তোমরা কি জানো, ইউরোপের দেশ বুলগেরিয়া ৫০০ বছরেরও বেশি সময় ওসমানীয় সাম্রাজ্যের (তুরস্ক) অংশ ছিল? সৌন্দর্য আর ঐতিহ্যের প্রতি এ দেশের মানুষ যতœশীল, হোক না তা প্রাকৃতিক বা কৃত্রিম। বুলগেরীয়দের যতœশীলতার অন্যতম প্রমাণ অ্যারিয়ানা হ্রদ। এটি একটি মধ্য আকৃতির কৃত্রিম হ্রদ। হ্রদের বি- (ই) গড়ন এর রহস্যময় রূপময়তার সৃষ্টি করেছে। এখানকার সেতু, গাছপালা, ছোট্ট দ্বীপ আর অন্যান্য স্থাপনা সৃষ্টি করেছে অনন্য আবহের, যেন এক মায়াবী কন্যা। হ্রদটির অবস্থান রাজধানী সোফিয়ার কনিয়াজ রোরিসের উদ্যানে। কাছেই জাতীয় স্টেডিয়াম। অ্যারিয়ানা হ্রদ গঠন করা হয় ১৯ শতকে। এটি এখন সোফিয়াবাসীর গর্বের ধন। পর্যটকদেরও এটি আকর্ষণ করে। হ্রদের জলচাকা আর দাঁড়টানা নৌকা একে দিয়েছে ভিন্নমাত্রা। শীতকালে হ্রদের উপরিভাগের পানি জমাট বাঁধে। তখন নৌকা চালনা বা জলকেলি বন্ধ। এ সময় মানুষ আইস-স্কেট খেলে। তবে হ্রদের ধারে মানুষের বিচরণ, হাঁটা, আলসে ঘোরা চলে সারা বছরই। মধ্য ২০ শতকে হ্রদের দ্বীপে একটি ক্যাসিনো নির্মাণ করা হয়। ১৯৯০-এর দশকে হ্রদটি শুকিয়ে গিয়েছিল। এরপর প্রায় দুই দশক এটি আর ব্যবহার করা হয়নি। ২০০৭ সালে হ্রদ আর এর আশপাশের উন্নয়নের ফলে এটি হয়ে উঠেছে আবার মনোরম, আকর্ষণীয় ও অবকাশের বিরাট এক হাতছানি।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement