২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
জা পা নে র রূ প ক থা

জিব কাটা ময়না

-

(গত দিনের পর)

এর পর বুড়ি শুরু করে গালিগালাজ। ‘এক কালনাগিনী ময়না পুষেছি এতকাল! আগে জানলে গলা টিপে মেরে ফেলতাম পাখিটাকে। বজ্জাত পাখি। শেষে কিনা আমাকে মারার ফিকির করেছিল।’
বুড়ির সব কথা শোনার পর বুড়ো বলে, ‘থামো, থামো। ময়না পাখিকে দোষ দিচ্ছো কেন? দোষ তো তোমার। তোমার ওই লোভ-লালসার দোষ, যা তোমাকে অন্ধ করে ফেলেছে। এ শিক্ষাটাই তোমার পাপ্য ছিল। পাখিটা আমাদের যা দিয়েছে, এটাই তো অনেক। আর কয়টা দিনই বা বাঁচব আমরা? ময়না পাখি আমাদের যা দিয়েছে, বাকি জীবনে তা শেষ করতে পারবে? আর কত চাই তোমার? পাখিটির প্রতি বরং আমরা ঋণী, অনেক কৃতজ্ঞ। তার কারণেই আমাদের জীবন এখন সুখে কাটবে।’
বুড়োর কথায় বুড়ি আর কিছু বলে না। সে বুঝতে পারে, ভুলটা আসলে তারই। লোভ-লালসা তাকে সত্যিই অন্ধ করে রেখেছিল। যার কারণে এমন ভয়াবহ মৃত্যুর মুখে পড়েছিল সে। বুড়ি এখন সত্যিই অনুতপ্ত। তার আচার-আচরণ ও ঝগড়াটে স্বভাব অনেকটাই পাল্টে গেছে। বুড়োর মতো বুড়িও এখন বেশ ভালো মানুষ হয়ে গেছে।
শেষ


আরো সংবাদ



premium cement