২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্থাপত্য আলজিয়ার্সের বড় মসজিদ

-

আজ তোমরা জানবে আলজিয়ার্সের বড় মসজিদ সম্পর্কে । এটি প্রতিষ্ঠা করা হয়
১০৯৭ সালে। মসজিদের নির্মাণশৈলী
আলমোরাভীয় স্থাপত্য বৈশিষ্ট্যের।
লিখেছেন লোপাশ্রী আকন্দ

আফ্রিকার বিভিন্ন দেশ প্রাচীন স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। এ মহাদেশের আলজেরিয়াতেও বেশ ক’টি প্রাচীন স্থাপত্য বা স্থাপনা রয়েছে। এগুলোরই একটি আলজিয়ার্সের বড় মসজিদ। এর অবস্থান আলজিয়ার্স প্রদেশের বাব এল ওয়েদ জেলার কসবা পৌরসভায়। আরবিতে মসজিদটিকে বলা হয় জেমা কেবির।
মসজিদের নির্মাণশৈলী আলমোরাভীয় স্থাপত্য বৈশিষ্ট্যের। এ বৈশিষ্ট্যের স্থাপত্য নিদর্শন আফ্রিকায় খুব কমই টিকে আছে।
আলমোরাভীয় রাজবংশের শাসনামলে (১০৪০-১১৪৭) সুলতান আলি ইবনে ইউসুফের সময় এটি নির্মাণ করা হয়।
আলজিয়ার্সের বড় মসজিদ প্রতিষ্ঠা করা হয় ১০৯৭ সালে। ১৩২৪ সালে তলেমসেনের জিয়ানীয় সুলতান মসজিদের মিনার নির্মাণ করেন, যা মসজিদ স্থাপত্যকে করেছে আরো বৈশিষ্ট্যমণ্ডিত। মসজিদের বাইরে ১৮৪০ সালে নির্মাণ করা হয় একটি গ্যালারি।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement