২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

উনিশ.

প্রথমে রেজার দিকে তাকালেন জেফরি। তারপর সুজার দিকে। বললেন, ‘গোল্ডের আচরণে মনে হয়, না জানি কী ভয়ঙ্কর লোক। কিন্তু আমি জানি, ওর ওই বদমেজাজ আর রুক্ষতার আড়ালের মনটা খুব নরম। আর মোটেও অসৎ নয়। মাঝে মাঝে ওর কথাবার্তায় আমারও রাগ লাগে। তবে ওকে আমি অবিশ্বাস করি না।’
দরজা খুলে গেল আবারো। লাকড়ির বোঝা নিয়ে ঘরে ঢুকল মুন। রেজা-সুজাকে দেখে জিজ্ঞেস করল, ‘ডিনামাইটের খোঁজ নিয়েছিলে?’
অবাক মনে হলো জেফরি ও এরিনাকে। বিগ্সের চিঠির কথা জানানো হলো ওদের।
রেজা বলল, ‘বিগ্স্কে জিজ্ঞেস করেছি। ডিনামাইট কোম্পানির চিঠির কথা স্বীকার করেছে ও।’
‘ডিনামাইট দিয়ে ও কী করবে?’ কপাল ডলতে লাগলেন জেফরি। ‘কী যে সব কাণ্ড শুরু হলো গ্লিটারে, কিছুই বোঝা যাচ্ছে না। কাকে সন্দেহ করব, তা-ও বুঝতে পারছি না। রেজা, কিছু একটা করো তোমরা জলদি! শহরটাকে বাঁচাও!’
পরদিন সকাল সকাল কেবিন থেকে বেরোল দুই গোয়েন্দা। শহরের প্রান্তে একটা পাহাড়ের গোড়ায় জেফরি ও এরিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত নাড়ল রেজা। জেফরিও হাত নাড়লেন।
এগিয়ে গেল দুই গোয়েন্দা। পাহাড়ের গোড়ার এক টুকরো খোলা জায়গা লোহার রেলিং দিয়ে ঘেরা। তুষার ভেদ করে মাথা তুলে রেখেছে অসংখ্য কবরফলক। শহরের গোরস্থান এটা, বুঝতে পারল ওরা।
কেউ মারা গেল নাকি?
(চলবে)


আরো সংবাদ



premium cement