০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

পেঁপের ঔষধি গুণ

-

ছোট্ট বন্ধুরা,

গতকাল তোমরা জেনেছ পাকা পেঁপের গুণাগুণ। আজ জানবে কাঁচা পেঁপের গুণ। কাঁচা পেঁপের কষ ও বীজ কৃমিনাশক, প্লীহা ও যকৃতের জন্যও উপকারী। কাঁচা পেঁপের কষ চিনি বা বাতাসার সাথে মিশিয়ে খেলে যকৃতের কিছু রোগ ভালো হয়। পেটের অসুখের জন্যও এই কষ ব্যবহার করা যায়।
পেটের অসুখ দূর করতে এক দিন পর পর এক টুকরা সেদ্ধ পেঁপে খাওয়া ভালো। এ জন্য পেঁপের তরকারিও খাওয়া যায়। বড় হয়ে তোমরা এ বিষয়ে নিশ্চয়ই গবেষণা করবে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নাও।

গ্রন্থনা : ইমরুল হাসান

 

 


আরো সংবাদ



premium cement