২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

একত্রিশ.
জেফরিকে কথাটা বলতে যাচ্ছিল রেজা, কিন্তু তার আগেই জানালায় এসে পড়ল একটা ভারী জিনিস। ঝনঝন করে ভেঙে পড়ল কাচ।

লাফ দিয়ে সরে গেল সুজা। কাচের টুকরো থেকে মুখ বাঁচাতে দুই হাত আপনাআপনি উঠে এলো মুখের সামনে। কেবিনের মেঝেতে এসে পড়ল একটা মোটা আধপোড়া লাকড়ি। ঝটকা দিয়ে মাথাটা সরিয়ে ফেলায় অল্পের জন্য লাগল না সুজার মাথায়। জানালা দিয়ে ওকে সই করেই বোধহয় ছুড়ে মেরেছিল কেউ।
এক টানে হুক থেকে পার্কাটা খুলে নিয়ে দরজার দিকে দৌড় দিলো সুজা। ছাড়বে না লোকটাকে।
কিন্তু বাইরে এসে মুনস্টোনকে ছাড়া আর কাউকে চোখে পড়ল না। স্লেজ নিয়ে আসছে মুন। ২০ গজ দূরে রয়েছে এখনো। তার পক্ষে এত তাড়াতাড়ি লাকড়ি ছুড়ে আবার স্লেজের কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। তা ছাড়া, সে ছুড়তেই বা যাবে কেন।
‘মুন!’ চেঁচিয়ে জিজ্ঞেস করল সুজা, ‘এদিক দিয়ে কাউকে যেতে দেখেছ?’
‘না!’ জবাব দিলো মুন। ‘কী হয়েছে?’
রেজাও বেরিয়ে এলো। সুজাকে জিজ্ঞেস করল, ‘লোকটাকে দেখেছ নাকি?’
মাথা নাড়ল সুজা। ‘উঁহু!’
‘তার মানে পালিয়েছে,’ চিন্তিত ভঙ্গিতে বলল রেজা।
কাছে এলো মুন। ততক্ষণে জেফরি আর জোসিও বেরিয়ে এসেছে। জেফরির হাতে একটা লাকড়ি। লাঠির মতো করে ধরেছেন।
ওদের দিকে তাকিয়ে মাথা নাড়ল রেজা। ‘নেই। আমার মনে হয় বনের ভেতর দিয়ে পালিয়েছে।’
(চলবে)


আরো সংবাদ



premium cement