film izle
esans aroma Umraniye evden eve nakliyat gebze evden eve nakliyat Ezhel Şarkıları indirEzhel mp3 indir, Ezhel albüm şarkı indir mobilhttps://guncelmp3indir.com Entrumpelung wien Installateur Notdienst Wien
২০ ফেব্রুয়ারি ২০২০

১০ বছর পর পাকিস্তান টেস্ট দলে ফাওয়াদ

ফাওয়াদ আলম - ছবি : সংগৃহীত

১০ বছর পর পাকিস্তান দলে জায়গা পেলেন ফাওয়াদ আলম। এই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই মাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। শনিবার টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে ডাক পেয়েছেন ফাওয়াদ।

ঘরোয়া ক্রিকেটে ব্যাটে হাতে দারুণ ছন্দে রয়েছেন ৩৪ বছর বয়সী ফাওয়াদ। আর তাতে নজর কেড়েছেন প্রধান নির্বাচক ও দলের কোচ মিসবাহ-উল হকের। সর্বশেষ ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ডুনেডিনে সাদা পোশাকে দেখা যায় এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে।

একই বছর পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেটার গাড়িবহরে হামলার পর দীর্ঘ ১০ বছর ধরে পাকিস্তানেও হয়নি কোনো টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে আবারো পাকিস্তানে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট।

২০০৯ সালের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ফাওয়াদের। অভিষেক ছিলো রাজকীয়। ১৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহও ফাওয়াদ। এত ভালো ব্যাট ঘুরিয়েও নজরে আসেননি নির্বাচকদের। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫৬.৮৪ গড়ে ১২ হাজার ২২২ রান রয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ঝুলিতে। অবশেষে মিসবাহ উল হকের নজের কেড়ে দলে ফিরেছেন ফাওয়াদ।

১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে এবং ১৯ ডিসেম্বর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপেক্ষে পাকিস্তানের টেস্ট দল : আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ আব্বাস, আসাদ শাফিক, আবিদ আলি, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, নাসিম শাহ, কাশিফ ভাট্টি, উসমান সিনওয়ারি, ইমাম উল হক, ইমরান খান, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, ফাওয়াদ আলম।

সূত্র : দ্য ডন


আরো সংবাদ

বাণিজ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে পছন্দ করি : রুমিন ফারহানা (৯৩৭৩)ফিলিস্তিনিদের সঙ্গে আর যুদ্ধে জড়াতে চাই না : ইসরাইলি যুদ্ধমন্ত্রী (৮৮৩০)সিরিয়া নিয়ে এরদোগানের হুমকি, যা বলছে রাশিয়া (৮৩৮৯)শাজাহান খানের ভাড়াটে শ্রমিকরা এবার মাঠে নামলে খবর আছে : ভিপি নুর (৭৪৮৬)খালেদা জিয়াকে নিয়ে কথা বলার এত সময় নেই : কাদের (৭২৭৪)আমি কর্নেল রশিদের সভায় হামলা চালিয়েছিলাম : নাছির (৬৬২৪)ইদলিব নিয়ে যেকোনো সময় সিরিয়া-তুরস্ক যুদ্ধ! (৫৮৫৫)ট্রাম্পের পছন্দের যেসব খাবার থাকবে ভারত সফরে (৫৫৫৯)ট্রাম্প-তালিবান চুক্তি আসন্ন, পাকিস্তানের ভূমিকা নিয়ে চিন্তা দিল্লির (৫৪৩০)সোলাইমানির হত্যা নিয়ে এবার যে তথ্য ফাঁস করল জাতিসংঘ (৫৪২৯)