৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


তুমুল উত্তেজনায় অ্যাশেজ থাকল অস্ট্রেলিয়ার হাতেই

তুমুল উত্তেজনায় অ্যাশেজ থাকল অস্ট্রেলিয়ার হাতেই - ছবি : সংগৃহীত

হেডিংলে টেস্টের শেষ দিনের মতো না-হলেও উত্তেজনার অভাব ছিল না ম্যাঞ্চেস্টারে চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে৷ লিডসকে টেল এন্ডারদের নিয়ে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিলেন বেন স্টোকস৷ প্রায় জেতা ম্যাচে হারতে হয়েছিল অজিদের৷ ওল্ড ট্র্যাফোর্ডে আরো একবার অস্ট্রেলিয়াকে হতাশ করার উপক্রম করেছিল ইংল্যান্ডের লোয়ার অর্ডার৷ তবে শেষ রক্ষা হয়নি ব্রিটিশদের৷ রোববার দিনের শেষ ঘণ্টায় কাঙ্খিত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া৷

প্রথম ইনিংসের নিরিখে ১৯৬ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সামনে শেষ ইনিংসে জয়ের লক্ষ্য ছিল ৩৮৩ রানের৷ চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছিল তারা৷ শেষ দিনে একেবারে শেষ ঘণ্টা পর্যন্ত লড়াই চালায় ব্রিটিশরা৷ শেষমেশ ১৩ ওভার বাকি থাকতে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৯৭ রানে৷ ১৮৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া৷

অর্থাৎ সিরিজের বাকি একটি টেস্টে হারলেও সিরিজ খোয়াতে হবে না অস্ট্রেলিয়াকে৷ যার অর্থ গতবারের চ্যাম্পিয়ন হিসাবে অ্যাশেজের ট্রফি অস্ট্রেলিয়া আপাতত নিজেদের দখলেই রেখে দিল৷

শেষ দিনে ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েন জো ডেনলি৷ তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে আউট হন৷ জেসন রয় করেন ৩১ রান৷ বেন স্টোকস মাত্র ১ রান করে আউট হন৷ বেয়ারস্টো ২৫ রান করে প্যাভিলিয়না ফেরেন৷ জোস বাটলার ১১১ বলে ৩৪ রান করে ম্যাচ বাঁচানোর লড়াই শুরু করেন৷ ওভার্টন ১০৫ বলে ২১ রান করে সেই লড়াই জারি রাখেন আরও কিছুক্ষণ৷ জোফ্রা আর্চার মাত্র ১ রান করে ক্রিজ ছাড়েন৷ জ্যাক লিচ ৫১ বলে ১২ রান করে ম্যাচ বাঁচানোর শেষ চেষ্টা করেছিল বটে, তবে পার্টটাইমার ল্যাবুশানের বলে আউট হতেই ইংল্যান্ডের যাবতীয় আশা-ভরসা শেষ হয়ে যায়৷

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৪টি উইকেট দখল করেন প্যাট কামিন্স৷ ২টি করে উইকেট নেন হ্যাজেলউড ও লায়ন৷ ১টি করে উইতেট স্টার্ক ও ল্যাবুশেনের৷ প্রথম ইনিংসে দুরন্ত ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে অনবদ্য হাফ-সেঞ্চুরি করা স্টিভ স্মিথ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন৷


আরো সংবাদ



premium cement
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত পাঁচবিবিতে গাছের ডাল পড়ে পথচারীর মৃত্যু ঈশ্বরদীতে লোডশেডিংয়ে নাকাল জনজীবন গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৫৩৫ জনে পাঁচবিবিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, আটক ৩ নারায়ণগঞ্জে তাপদাহে বিপর্যস্ত পশুপাখির পাশে টিম খোরশেদ দাগনভুঞায় হিট স্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ৩ তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা ইসরাইলিদের গ্রেফতারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের ইন্দোনেশিয়ার মাউন্ট রুয়াং আবার অগ্ন্যুৎপাত, আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

সকল