২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ইসরাইলিদের গ্রেফতারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইসরাইলিদের গ্রেফতারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের - সংগৃহীত

ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সম্ভাব্য এ গ্রেফতারি পরোয়ানা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে ভণ্ডুল করে দিতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশগুলো উদ্বিগ্ন।

সোমবার ব্লুমবার্গের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিষয়টির সাথে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করে নিউজ আউটলেটটি জানায়, আইসিসি পরোয়ানা জারি করলে ইসরাইল চুক্তি থেকে সরে যেতে পারে।

ইসরাইলের এক কর্মকর্তা সোমবার টাইমস অফ ইসরাইলকে বলেন, আদালত যদি ইসরাইলি নেতাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে এটি সম্ভাব্য বন্দী চুক্তি বাতিল করে দিতে পারে।

সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার বিষয়টি মঙ্গলবার বিকেলের মন্ত্রিসভার বৈঠকে আলোচ্যসূচির প্রথম বিষয়বস্তু হিসেবে আলোচনা করা হয়েছিল।

হিব্রু মিডিয়া বলেছে, এটি দেরিতে যোগ করা হয়েছে এবং নেতানিয়াহু নিজেই এই বিষয়ে একটি উপস্থাপনা করবেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, তারা ইসরাইলি মিশনকে জানিয়েছে যে সিনিয়র রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ার স্বীকার করে না। তবে যেকোনো পরোয়ানা ইসরাইলি কর্মকর্তাদের অন্য দেশে গ্রেফতারের ঝুঁকিতে ফেলতে পারে।
সূত্র : টাইমস অব ইসরাইল এবং আল জাজিরা


আরো সংবাদ



premium cement