২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পিসিবির কেন্দ্রীয় চুক্তি হারাচ্ছেন তিন সিনিয়র ক্রিকেটার

- ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে চলে এসেছেন। অপেক্ষায় শুধু বিদায় ক্ষণের। এমন তিন ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি হারাচ্ছেন। তারা হলেন সিনিয়র তিন খেলোয়াড়-শোয়েব মালিক, জুনায়েদ খান এবং মোহাম্মদ হাফিজ। আগামী বছরের চুক্তিতে থাকছেন না তারা। 

তবে এদের মধ্যে বিশ্বকাপেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন শোয়েব মালিক। শুধু টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা তার। 

বৃহস্পতিবার পিসিবির সদর দপ্তরে এক সভায় নতুন কেন্দ্রীয় চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বোর্ডের নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, ‘একটি বিষয় পরিষ্কার, নতুন চুক্তিতে ৩০ থেকে ৩৩ জন খেলোয়াড় রাখা হবে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় নামিয়ে আনা হবে ১৮ থেকে ২০ জনে।’

তবে খেলোয়াড় কমানো হলেও যারা চুক্তির মধ্যে থাকবেন তাদের মাসিক বেতন এবং ম্যাচ ফি বাড়বে। সেইসঙ্গে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, যারা গত এক বছরে ভালো করেছেন এবং যাদের পাকিস্তান দলে ভবিষ্যত আছে তারাই শুধু চুক্তিতে থাকবেন।

পিসিবির সূত্রটি আরও বলেছে, ‘শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, জুনায়েদ খান এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকা আরও কয়েকজন আগামী বছরের চুক্তিতে অনিশ্চিত।’

 


আরো সংবাদ



premium cement