২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আইসিসি’র পরবর্তী প্রধান নির্বাহী মানু শনে

-

ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় বংশোদ্ভূত মানু শনে। সংস্থার পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে মঙ্গলবার আইসিসি মানুর নাম ঘোষণা করে।

ইংল্যান্ডে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর মেয়াদ শেষ হবে আইসিসি’র বর্তমান প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের। তাই মেয়াদ শেষ হওয়ার বেশ আগেভাগেই ঐ পদের জন্য মানুকে নিয়োগ দেয়ার ঘোষণা দিলো আইসিসি। এই পদের জন্য চারজন প্রার্থী ছিলেন। সেখান থেকে মঙ্গলবার মানুকে বেছে নেয় আইসিসি।

ক্রিকেট জগতে মানুর পরিচিতি বেশ ভালো। ১৭ বছর যাবত ইএসপিএন-স্টার স্পোর্টসের সাথে যুক্ত আছেন তিনি। এসময় ইএসপিএন-স্টার স্পোর্টসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার কারণেই ২০০৭-২০১৫ সালের মধ্যে আইসিসি সকল ইভেন্টের সম্প্রচার স্বত্ব পায় ইএসপিএন-স্টার স্পোর্টস।

ইএসপিএন-স্টার স্পোর্টস ছেড়ে সিঙ্গাপুর স্পোর্টস হাবের সঙ্গে যুক্ত হন মানু। সেখানে প্রধান নির্বাহী ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড স্পোর্টস লিমিটেডের অডিট কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন মানু।

এতসব দায়িত্বের অভিজ্ঞতা নিয়ে আগামী মাসেই আইসিসি’র প্রধান নির্বাহী হিসেবে যোগ দেবেন মানু। তবে বিশ্বকাপ শেষ হবার পর আগামী জুলাইয়ে তৃতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রিচার্ডসনের কাছ থেকে আইসিসি’র দায়িত্ব বুঝে নেয়ার কথা রয়েছে মানুর।


আরো সংবাদ



premium cement
জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক মিরসরাইয়ে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিলো ভারতীয় হাইকোর্ট গাজা যুদ্ধে ব্যর্থতা : পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান কুষ্টিয়াতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

সকল