২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ক্ষতি পুষিয়ে দিচ্ছেন সাকিব-মাহমুদুল্লাহ

-

দ্রুত রান তুলতে গিয়ে রান আউট হলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটের পতন হলো বাংলাদেশের। ক্রিজে এলেন মাহমুদুল্লাহ রিয়াদ। জুটি বাঁধলেন মারমুখী সাকিব আল হাসানের সাথে। দ্রুতই রান তুলে দলের ক্ষতি পুষিয়ে দিচ্ছেন এই জুটি। সংগ্রহ ৩ ওভারে ১৯ রান। আর দলের ৪ উইকেটে ৮ ওভারে ৬৭ রান।

সাকিব ২২ বলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ে করেছেন ৩২ রান। আর মাহমুদুল্লাহ ১১ বলে একটি বাউন্ডারি মেরে ৮ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুতেই তিন উইকেট হারিয়ে বসে তারা। তৃতীয় ওভারেই দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস সাজঘরে ফিরেন। আর পরের ওভারেই সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, সাই হোপ, সিমরন হেটমিয়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, সেলডোন কট্রেল ও ওসানে থমাস।


আরো সংবাদ



premium cement