২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কেমো পলকে ফেরালেন মাশরাফি

- ছবি : সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি সিলেটে শুরু হয়েছে। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

৪৪তম ওভারের পঞ্চম বলে মাশরাফির বলে বোল্ড আউট হলেন কেমো পল। তিনি ২২ বলে ১২ রান সংগ্রহ করেন। 

শুরুতেই ক্যারিবিয়ান উইকেট তোলে নেন মেহেদী হাসান মিরাজ। চন্দরপল হেমরাজকে ৯ রানে ফেরান তিনি। দলীয় ১৫ রানে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইন্ডিজ এই ওপেনার।  ১৪তম ওভারের চতুর্থ বলে মিরাজের বলে সরাসরি বোল্ড আউট হয়ে সাজ ঘরে ফেরেন ব্রাভো।  তিনি ২৬ বলে ১০ রান সংগ্রহ করেন। আর সাইফউদ্দিনের করা ২৩তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন স্যামুয়েলসকে। ব্যক্তিগত ১৯ রানে ফেরেন তিনি । এক রানের ব্যবধানে শিমরন হেটমেয়ারকে ফেরান মিরাজ। তার করা ২৪তম ওভারের পঞ্চম বলে এলবির শিকার হয়ে শূন্য হাতে ফেরেন উইন্ডিজ এই মিডলঅর্ডার। এরপর উইকেটে হানা দেন মিরাজ। তার করা ২৬তম ওভারের শেষ বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। 

৩৪তম ওভারের তৃতীয় বলে সাকিবের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন চেজ। তিনি ২০ বলে ৮ রান সংগ্রহ করেন। আবারো ক্যারিবিয় দুর্গে আঘাত করেন সাকিব। ৩৮তম ওভারের শেষ বলে ফ্যাবিয়ান অ্যালেনকে তোলে নেন তিনি। সাকিবের বলে অ্যালেন মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ তোলে দেন। 

শেষ খবর অনুযায়ী উইন্ডিজের সংগ্রহ ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান। উইকেটে আছেন শাই হোপ (৭৫) এবং কেমার রোচ (২)।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ইমরুলের জায়গায় মোহাম্মদ মিঠুন আর বোলার রুবেল হোসেনের জায়গায় অলরাউন্ডার সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস,  সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল ও ফ্যাবিয়ান অ্যালেন।


আরো সংবাদ



premium cement
ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব

সকল