০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশকেই এগিয়ে রাখলেন মিরাজ

মিরপুর টেস্টে চতুর্থ দিন শেষে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ -

ঢাকা টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৮ উইকেট শিকার করতে হবে বাংলাদেশকে। পক্ষান্তরে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৬৭ রান। বাংলাদেশের ৪৪৩ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭৬ রান করেছে জিম্বাবুয়ে। এই অবস্থায় ম্যাচ বাংলাদেশের দিকেই ঝুকে আছে বলে মনে করেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এখন পর্যন্ত ম্যাচটা আমাদের দিকেই আছে। আমরা সাড়ে চারশ’র মত টার্গেট দিয়েছি। তাদের দুই উইকেট শিকার করেছি। কাল একটা দিন আছে, তিনটা সেশন আছে। আমাদের বোলাররা যদি ভাল লেন্থে বল করতে পারে, তাহলে ম্যাচটা আমাদের দিকেই আছে।’

জিম্বাবুয়েকে টার্গেট দিয়ে চার সেশন খেলার সুযোগ দিয়েছে বাংলাদেশ। এরমধ্যে জিম্বাবুয়েকে অলআউট করা সম্ভব বলে মনে করেন মিরাজ, ‘আমি বলবো চারটা সেশন অনেক। আমরা যে সময় ছেড়ে দিয়েছি ওটাতে প্রায় ১২০-১২৫ ওভার কাভার করেছে। চতুর্থ ইনিংসে ১২০ ওভার মানে কিন্ত অনেক ওভার। এটাই যে আমাদেরও তো একটা ব্যালেন্স করে ছাড়তে হবে। এটাই যে টিম ম্যানেজমেন্ট খুব ব্যালেন্স করে ছেড়েছে।’

সিলেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। এমনকি ঢাকা টেস্টেও একই অবস্থা। মিরাজের চাইতে তাইজুলের শিকার বেশি। তবে উইকেট সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন মিরাজ, ‘সবসময় এক-দুইজন ভাল করে, ডমিনেট করে। প্রথম টেস্ট থেকেই তাইজুল ভাই দারুণ বোলিং করছে। সে ভাল বোলিং করছে বলেই উইকেটগুলো ডিজার্ভ করেন। কারণ ভাল জায়গায় বল করছেন, উইকেট পাচ্ছেন। আমি তাঁর পাশাপাশি সাপোর্ট করছি। এখন দুইজনই যদি ভাল বোলিং করি তাহলে তো প্রতিপক্ষ অল্প রানে আউট হয়ে যাবে। দিন শেষে খেলাটা ক্রিকেট, একজন ভাল করবে একজন সাপোর্ট দেবে। তবে কাল আমার ও তাইজুল ভাইয়ের একটা ভাল সুযোগ আছে। ক্রিকেটারদের প্রতিটা উইকেটিই সুযোগের মত।’


আরো সংবাদ



premium cement
গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম সুন্দরবনে ২ কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর আপ লাইন চালু ফের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি

সকল