১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


মুর-টেইলরের প্রতিরোধ প্রাচীর

ব্যাট করছেন ব্রেন্ডন টেইলর ও পিটার মুর - এএফপি

ধীরে ধীরে প্রতিরোধের শক্ত প্রাচীর গড়ে তুললেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর ও পিটার মুর। হাফসেঞ্চুরি করেছেন দু'জনেই। শত রানের পার্টনারশিপ গড়ে এই জুটি দলকে চাপমুক্ত করছে।

টেইলর অর্ধশত পেরিয়ে শতকের পথে। সংগ্রহ ১৬১ বলে ৮৪ রানে। ৭ বাউন্ডারি দিয়ে সাজিয়েছেন ইনিংস। কোনো ছক্কা নেই।

অপরপ্রান্তে থাকা মুরের সংগ্রহ ৯৫ বলে ৬৫ রান। এক ছক্কা ও ১০টি বাউন্ডারি হাকিয়েছেন তিনি।

দলের সংগ্রহ ৫ উইকেটে ২৪১ রান।

সর্বশেষ উইকেটের পতন হয়েছিল ৫৪তম ওভারে। এখন ৮৬তম ওভারের খেলা চলছে।

দীর্ঘ সময় জিম্বাবুয়ের কোনো উইকেট শিকার করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সর্বশেষ মধ্যাহ্নের পর তাইজুলের শিকার হন সিকান্দার রাজা।


আরো সংবাদ



premium cement