২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তা’মীরুল মিল্লাত মহিলা মাদরাসায় অভিভাবক সমাবেশ

-

রাজধানীর ডেমরায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসায় গতকাল শনিবার শিক্ষার মান্নোনয়নে করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার কো-অর্ডিনেটর মাহমুদ হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীন। গভর্নিং বডির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসাইন। অনুষ্ঠানে অভিভাবকরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মো: মিজানুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিচার্স ইনচার্জ কাজী সাঈদা খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে একদল যোগ্য খোদাভীরু লোক তৈরি করার জন্য। এ ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অনেক বেশি। এ যোগ্য নেতৃত্ব তৈরিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। বিশ্বনবী সা: বলেছেন, প্রত্যেক সন্তানই ইসলামী আদর্শের ওপর জন্মগ্রহণ করে, অতঃপর তার বাবা-মাই তাকে ইহুদি বানায়, খ্রিষ্টান বানায় এবং অগ্নিপূজক বানায়। প্রধান অতিথি অভিভাবকদের সব মতামত ও পরামর্শ বাস্তবায়নের ব্যাপারে আশ্বস্ত করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement