২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধির দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের

-

আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে সংস্কৃতি ক্ষেত্রে যে বরাদ্দ দেয়া হয়েছে তা সরকারের বিদ্যমান নীতির সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, জোটের সভাপতি গোলাম কুদ্দুস। লিখিত বক্তব্যে সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ (০.১১ শতাংশ) করা হয়েছে তা অপ্রতুল উল্লেখ করে এই বরাদ্দ বাড়িয়ে মোট বাজেটের ১ শতাংশ করার দাবি জানানো হয়।
এতে বলা হয়, ‘একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার জন্য সংস্কৃতির প্রসার ও চর্চার প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করি। ন্যায়ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলা সময়ের দাবি। সাম্প্রদায়িক, উগ্রবাদ, মাদকাসক্তি, ঘুষ, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতনসহ সব অমানবিক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষা এবং সংস্কৃতি বড় ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে সংস্কৃতির এ ধারাকে প্রবাহমান রাখা ও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা খুবই জরুরি।’
গোলাম কুদ্দুস বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশের ভিত্তিটা সাংস্কৃতিক এবং কাঠামোটা রাজনৈতিক। সাংস্কৃতির শক্তি দিয়ে সব অশুভ অপশক্তিকে পরাভূত করে মানবিক সমাজ নির্মাণের জন্য গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সাংস্কৃতিক নবজাগরণ জরুরি। এ ছাড়া সাংস্কৃতিক চর্চার পৃষ্ঠপোষকতার জন্য ১১টি দাবির কথা জানান সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সকল