০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


আকুতি সর্বস্বান্ত এক মুক্তিযোদ্ধার

-

পূর্বাচল প্রকল্পে সেতু নির্মাণের ঠিকাদারি করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক। ক্ষতিপূরণ পাওয়া দূরের কথা, উল্টো তিনি ভর্তুকি দিতে গিয়ে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে বিফল হয়ে আবু বকর সুবিচার ও ক্ষতিপূরণের আশায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
প্রধানমন্ত্রীর দফতরে দাখিল করা এক অভিযোগে আবু বকর সিদ্দিক উল্লেখ করেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ও প্রথম শ্রেণীর ঠিকাদার। পূর্বাচল নতুন শহর প্রকল্পে দু’টি সেতুর কাজ নিয়ে রাজউকের কিছু অসাধু কর্মকর্তার কারণে সর্বস্বান্ত হয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসেছেন। সেতুর কাজ করতে গিয়ে বর্তমানে কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।
আবু বকর সিদ্দিক জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে পাঁচটি সেতুর মধ্যে দু’টির ঠিকাদারি কাজ পান। সেতু দু’টি বর্তমানে দৃশ্যমান। ২০০৮ অর্থবছরের সিডিউল মূল্যে সেতু দু’টির ঠিকাদার নিযুক্ত হন, যা পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৯ নম্বর সেক্টরে সেতু নম্বর ১৫ ও ১৬। অবশিষ্ট তিনটি সেতুর নির্মাণ কাজের ঠিকাদারি পেয়েছেন আনোয়ার হোসেন, যার সেতু নম্বর ১৪, ১৮ ও ২৪। ওই সেতুর কাজে আনোয়ার হোসেন টেন্ডার বিলম্বে ও সেতু তৈরির সব সরঞ্জামের মূল্য হঠাৎ বৃদ্ধির কারণে কৌশলে কাজের অপারগতা প্রকাশ করে সেতু নির্মাণকাজ থেকে বিরত থাকেন। কিন্তু রাজউক কর্তৃপক্ষ অনেক আকুতি-মিনতির পরও তার প্রতি অমানবিক আচরণ করে। এমনকি রাজউক কর্মকর্তা তার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই নেয় বলেও অভিযোগ করেন আবু বকর সিদ্দিক। প্রতিকার পেতে তিনি আদালতের শরণাপন্ন হন। কিন্তু তার পক্ষে আদালতের আদেশও অমান্য করে রাজউক কর্তৃপক্ষ।
আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে তিনি দু’টি সেতুর কাজ করতে গিয়ে তার নিজ জেলা ফেনীর সর্বোচ্চ ঋণগ্রস্ত ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি ব্রিজের কাজ করতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে মানবতের জীবনযাপন করছেন।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে পূর্বাচল প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবু বকর সিদ্দিক সেতু দু’টি নির্মাণকাজের পর সব বিল তুলে নিয়েছেন। এর পরও তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন। বিল তুলে নেয়ার পর ক্ষতিপূরণ দাবি অযৌক্তিক বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

সকল