২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ঢাবির ঘ-ইউনিটের প্রশ্নফাঁস

গত বছরের প্রতিবেদন দেয়নি তবুও তদন্তের দায়িত্ব পুরনো কমিটিকে

-

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ-ইউনিটে প্রশ্নফাঁসের ঘটনায় যারা গত এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তাদের ফের চলতি বছরের ঘ-ইউনিটের প্রশ্নফাঁস তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল সোমবার চলতি বছরের ঢাবি ঘ-ইউনিটের প্রশ্নফাঁস নিয়ে এই অধিকতর তদন্তের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্যরা হলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার সরকার, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০১৭-১৮ সেশনে ঘ-ইউনিটের প্রশ্নফাঁসের ঘটনায় একই কমিটিকেই তদন্তের দায়িত্ব দেয়া হয়। কিন্তু গত এক বছরেও তারা প্রতিবেদন জমা দিতে পারেনি। এদিকে যে কমিটি এক বছরে তদন্ত শেষ করতে পারেনি তারা কিভাবে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে জানতে চাইলে কমিটির সদস্য অধ্যাপক ড. অসীম কুমার সরকার নয়া দিগন্তকে বলেন, ভিসি স্যার আস্থার জায়গা থেকে আমাদের দায়িত্ব দিয়েছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। দুই সপ্তাহের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনের পরে যথাযথভাবে রিপোর্ট প্রদান করব।
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. নাসরীন আহমাদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ অক্টোবর ঘ-ইউনিটের পরীক্ষার পূর্বেই প্রশ্নফাঁসের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর এর ফল প্রকাশ করে। এতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরীক্ষা বাতিলের দাবিতে অনশন করেন আইন অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পুনরায় পরীক্ষা নেয়ার জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। যাচাই-বাছাই করে পুনঃপরীক্ষা নেয়ার দাবি জানায় ঢাবি শাখা ছাত্রলীগ। একই দাবিতে ক্যাম্পাসে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সব আমাদের বিবেচনায় আছে। বিষয়টি আদালতে আছে। এটা নিয়ে পাবলিকলি কিছু বলতে চাচ্ছি না।

 


আরো সংবাদ



premium cement
শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে

সকল