০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ঠাকুরগাঁও ও মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২১

-

ঠাকুরগাঁও এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অপর ২১ জন আহত হয়েছেন।
ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নূপুর (১৯) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার নবিনের মেয়ে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী জনতা এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাস ঠাকুরগাঁওয়ের বড় খোঁচাবাড়ি হাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি খাদে পড়লে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত হয় কমপক্ষে ২০ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তার নাম মো: খলিল (৩৫)। তার বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। এ সময় কামাল হোসেন নামে একজন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বারইয়ারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, মোটরসাইকেলে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে একটি ট্রাক তাদের বাইকটিকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা দুর্ঘটনকবলিত খলিল ও কামাল হোসেনকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে ডাক্তার শহীদুল ইসলাম খলিলকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল