২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হাইকোর্টের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন

-

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামীকাল ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোতে বিচারকাজ শুরু হবে। পুনর্গঠিত বেঞ্চগুলোতে সম্প্রতি হাইকোর্টে নিয়োগ পাওয়া ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুনর্গঠিত যেসব ডিভিশন বেঞ্চকে রিট মামলার এখতিয়ার দেয়া হয়েছেÑ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবির, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ার্দী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো: সেলিম, বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুল কামাল, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আর জলিল, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলম সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ।
ফৌজদারি মামলা শুনানি গ্রহণ করবেন যেসব বেঞ্চÑ বিচারপতি মো: আবু তারিকের একক বেঞ্চ, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমান এবং বিচারপতি মো: এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো: রইস উদ্দিনের একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর দ্বৈত বেঞ্চ, বিচারপতি আবু বকর সিদ্দিকীর একক বেঞ্চ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমান, বিচারপতি এম ফারুক ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো: শওকত হোসেনের একক বেঞ্চ, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মো: শহিদুল করিম, বিচারপতি এন এম বশির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চ, বিচারপতি কাজী রেজাউল হকের একক বেঞ্চ, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো: হাবিবুল গণি ও বিচারপতি মো: বদরুজ্জামান, বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আবদুল মবিন, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চকে। এ ছাড়া দেওয়ানি মামলাসহ বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না

সকল