২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টেকনাফে যুবলীগ নেতা হত্যা : আরো এক রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

- নয়া দিগন্ত

যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় হাসান নামে অভিযুক্ত আরও এক রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহতের কথা জানিয়েছে পুলিশ। রোববার মধ্যরাতে টেকনাফের জাদিমুরা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা হাসান জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা হামিদ উল্লাহর ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, যুবলীগ নেতা হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা জামিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন সদস্য আহত হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত ২২ আগস্ট টেকনাফের হ্নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় অভিযুক্ত আরও দুই রোহিঙ্গা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement