২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কক্সবাজারে ইয়াবা মামলায় মিয়ানমারের নাগরিকের কারাদণ্ড

-

কক্সবাজারে ইয়াবা মামলায় মো: ছদ্দার হোসেন (২৬) নামে মিয়ানমারের এক নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। সেই সাথে করা হয়েছে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আসামিকে ভোগ করতে হবে আরো ছয় মাসের কারাদ-।

আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এসটি মামলা নং ৯৩১/১৮ এর শুনানী শেষে রায় ঘোষণা করেন কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন।

আসামি ছদ্দার হোসেন মিয়ানমারের মংডুর প্রাণপ্রু গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। রায় প্রদানকালে তিনি আদালতে হাজির ছিলেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট একরামুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুর রউফ।

মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৭ সালের ৮ নভেম্বর টেকনাফ নেটংপাড়াস্থ নাফ নদী কিনারা থেকে মো: ছদ্দার হোসেনের নিয়ন্ত্রণাধীন একটি নৌকা তল্লাশী করে ৮৩ হাজার ৯৩০টি ইয়াবা উদ্ধার করে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় তাকে আটক করা হয়।

এ ঘটনায় পরের দিন ৯ নভেম্বর হাবিলদার মো: আশরাফুল আলম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৭। যার জিআর মামলা নং-৮১৪/১৭।

এ মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১৩ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন টেকনাফ মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান।


আরো সংবাদ



premium cement
আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া

সকল