০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


নোয়াখালীতে ফের গৃহবধুকে গণধর্ষণ : যুবলীগ নেতা গ্রেফতার

-

এক গৃহবধু গণধর্ষণের ১৯ দিন যেতে না যেতে ফের নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে শুক্রবার গভীর রাতে ৩ সন্তানের জননী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা জাকির হোসেনকে আটক করেছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় মামলা হয়েছে।

উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই গৃহবধু জানান, গভীররাতে ঘরের সিঁদ কেটে স্থানীয় এনামুল হকের পুত্র জাকির হোসেনসহ ৪ এ দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে বেধেঁ তার ছেলে ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং তাকে ধর্ষণ করে।

ধর্ষণকারীরা বলে ‘আমরা পুলিশের লোক’। তারা ওই গৃহবধূর স্বামীকে জেল থেকে ছাড়িয়ে দিতে ব্যাংক থেকে যে টাকা উঠানো হয়েছে সেখান থেকে ৬০ হাজার টাকা দাবি করে। সকালে ঘটনাটি বাড়ির লোকজন টের পেয়ে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায় এবং পরে পুলিশকে তারা খবর দেয়।

পরে সকালে ধর্ষিতা থানায় গিয়ে নিজে বাদি হয়ে জাকির হোসেন ও অজ্ঞাত ৩ জনসহ মোট ৪ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে। তিনি আরো জানান, কয়েকদিন আগে তার স্বামীকে পুলিশ রাজনৈতিক দুই মামলায় ধরে নিয়ে যায় এবং বর্তমানে সে নোয়াখালী জেল হাজতে রয়েছে।

জানা গেছে অভিযুক্ত জাকির হোসেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। । নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা: সৈয়দ মহি উদ্দিন আ: আজিম বলেন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পরীক্ষা নিরিক্ষা চলছে।

কবিরহাট থানার অফিসার ইন-চার্জ মির্জা হাছান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
দেশের সামগ্রিক অর্থনীতিতে চারটি ঘাটতি রয়েছে : ড. দেবপ্রিয় বাল্টিক অঞ্চলের সুরক্ষা মজবুত করছে জার্মানি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অবাক হয়েছে ইসরাইল সোনারগাঁওয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ৬ বিপদে জিম্বাবুয়ে, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কারো মা যেন না হারায় সে জন্য কাজ করবো : স্বাস্থ্যমন্ত্রী কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা হাইকোর্টে বহাল প্যারিস জয় করে কি ফাইনালে যেতে পারবে ডর্টমুন্ড ভারতে তৃতীয় দফার ভোট : পশ্চিমবঙ্গে সহিংসতা, বোমা, মারধর

সকল