২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত

-

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস - এমএন লারমা) সদস্য সুরেন বিকাশ চাকমা (৫৫) নিজ বাড়িতেই নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রুপকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত সুরেন বিকাশ চাকমা উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় জেএসএস-এমএন লারমা পক্ষ প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ইউপিডিএফ বরাবরের মতোই তা অস্বীকার করেছে।

জেএসএস-এমএন লারমা পক্ষের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এ ঘটনায় ইউপিডিএফ দায়ী করে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ বাড়িতে আমাদের কর্মী সুরেনকে হত্যা করে ইউপিডিএফের সন্ত্রাসীরা। তারা পার্বত্য চট্টগ্রামে হত্যা ও ত্রাসের রাজনীতি সৃষ্টি করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বলেন, এ ধরনের কোনো ঘটনার সাথে আমাদের সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজের অন্তঃকোন্দলও হতে পারে। ইউপিডিএফ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপকারী ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ



premium cement